ফেসবুক
ফেসবুক

টিপস

স্বচ্ছন্দে ফেসবুক ব্যবহারের ৪ পরামর্শ

নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি বন্ধু, পরিবার বা পরিচিতদের সঙ্গে যোগাযোগের জন্য প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন অনেকেই। কিন্তু দীর্ঘদিন ব্যবহার করলেও ফেসবুকের বেশ কিছু সুবিধা না জানার কারণে মাঝেমধ্যেই সমস্যায় পড়তে হয়। তবে বেশ কিছু কৌশল কাজে লাগিয়ে স্বচ্ছন্দে ফেসবুক ব্যবহার করা সম্ভব। ফেসবুক ব্যবহারের কিছু প্রয়োজনীয় কৌশল দেখে নেওয়া যাক—

অনাকাঙ্ক্ষিত পোস্ট লুকানো

অনেক সময় ফেসবুক ফিডে অনাকাঙ্ক্ষিত পোস্ট চলে আসে। এতে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে চাইলেই ফেসবুকে অনাকাঙ্ক্ষিত পোস্টগুলো লুকানো যায়। অনাকাঙ্ক্ষিত পোস্ট লুকানোর জন্য নির্দিষ্ট পোস্টের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে হাইড অপশনে ক্লিক করতে হবে।

প্রাইভেসি সেটিংস হালনাগাদ

নিরাপদে ফেসবুক ব্যবহার করতে সঠিকভাবে ফেসবুকের প্রাইভেসি সেটিংস নির্বাচন করা প্রয়োজন। এ জন্য প্রথমেই প্রোফাইল ছবিতে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন নির্বাচন করতে হবে। এরপর সেটিংস নির্বাচন করে প্রাইভেসি অপশনে ক্লিক করে কোন কোন ব্যক্তি ফেসবুকে আপনার পোস্ট দেখতে বা ট্যাগ করতে পারবেন, তা নির্বাচন করতে হবে। প্রয়োজনে বন্ধুত্বের অনুরোধ পাঠানোর সুযোগও সীমাবদ্ধ করতে হবে।

টপ বার ব্যবহার

ফেসবুকের প্রয়োজনীয় অপশনগুলো দ্রুত ব্যবহারের জন্য টপ বার বেশ কার্যকর। কারণ, ফেসবুকে আপনি যে কাজই করেন না কেন, টপ বারে থাকা ফেসবুক লোগোতে ক্লিক করলে সরাসরি হোম পেজ দেখা যায়। এ ছাড়া ফেসবুক লোগোর পাশে থাকা সার্চ বারের মাধ্যমে সহজেই বিভিন্ন ব্যক্তি বা বিষয় সম্পর্কে অনুসন্ধান করা সম্ভব। শুধু তা–ই নয়, ওয়াচ অপশনে ক্লিক করলে ফেসবুকে পরিচিত বা অপরিচিত ব্যক্তিদের পোস্ট করা সব ভিডিও একই জায়গায় দেখার সুযোগ মিলে থাকে। গ্রুপ অপশনের পরেই রয়েছে ফিডস অপশন। অপশনটিতে ক্লিক করলে ফেসবুকে বন্ধুদের সবশেষ পোস্টগুলো একসঙ্গে দেখা যায়। ফলে টপ বার ব্যবহার করলে বারবার ফেসবুক ফিড স্ক্রল করতে হয় না।

নির্দিষ্ট ব্যক্তির ফেসবুক আইডি খোঁজা

ফেসবুকের সার্চ বক্সে নির্দিষ্ট ব্যক্তির নামের সঠিক বানান লেখার পরও অনেক সময় সঠিক আইডি খুঁজে পাওয়া যায় না। এ ক্ষেত্রে সার্চ বক্সে কাঙ্ক্ষিত ব্যক্তির নামের বানান লেখার পর ফলাফলে দেখানো আইডিগুলোর নিচে থাকা সি অল অপশনে ট্যাপ করতে হবে। এরপরও আইডি খুঁজে পাওয়া না গেলে বাম পাশের পিপল অপশনের নিচে কাঙ্ক্ষিত ব্যক্তির অবস্থানের সম্ভাব্য তথ্য, কর্মস্থল, শিক্ষা প্রভৃতি বিষয়ে তথ্য নির্বাচনের পর সার্চ করলেই দ্রুত সঠিক ফলাফল জানা যাবে।