মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে বার্ড (বিএআরডি) নামে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট চালু করেছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার এই চ্যাটবট ব্যবহারকারীদের নির্দেশমতো প্রোগ্রামের কোড, চাকরির জীবনবৃত্তান্ত লেখার পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর জানাতে পারে। এর ফলে সহজেই ভার্চ্যুয়াল সহকারীর মতো ব্যবহার করা যায় চ্যাটবটটি। বার্ড চ্যাটবট ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক—
গুগল প্লে স্টোর থেকে বার্ড অ্যাপ নামিয়ে বা গুগল বার্ডের ওয়েবসাইটে প্রবেশ করে সরাসরি চ্যাটবটটি ব্যবহার করা সম্ভব। ওয়েবসাইটের মাধ্যমে চ্যাটবটটি ব্যবহারের জন্য এই ঠিকানায় প্রবেশ করে জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে লগইন করলেই একটি টেক্সট এরিয়া দেখা যাবে। এখানে নিজেদের প্রয়োজনীয় কাজের বিষয়বস্তু সংক্ষিপ্তভাবে লিখতে হবে। চাইলে টেক্সট এরিয়ার ডানদিকে থাকা মাইক্রোফোন আইকনে ট্যাপ করে মুখের কথায়ও কাজের নির্দেশনা দেওয়া যাবে। শুধু তাই নয়, বাঁ দিকে থাকা ফটো আইকন থেকে ছবি আপলোড করে নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর জানা যাবে। লেখা, ছবি বা মুখের কথা পর্যালোচনার করেই মূলত বিভিন্ন কাজ করে দেওয়ার পাশাপাশি প্রশ্নের উত্তর দিয়ে থাকে বার্ড। তাই চ্যাটবটটি ব্যবহারের সময় নির্দেশনা সংক্ষেপে সুস্পষ্টভাবে লিখতে হবে।