অনেকেই কাজের প্রয়োজনে একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেন। কম্পিউটার বা স্মার্টফোনে একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা গেলেও একটি অ্যাকাউন্ট ডিফল্ট হিসেবে নির্বাচন করা থাকে। এই ডিফল্ট অ্যাকাউন্ট মূলত ব্রাউজারের প্রাইমারি অ্যাকাউন্ট হিসেবে কাজ করে। তবে চাইলেই একই যন্ত্রে একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।
একই যন্ত্রে একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহারের জন্য প্রথমে কম্পিউটার থেকে জিমেইলের নতুন ট্যাব চালুর পর সেই ট্যাবের ওপরের ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে। এরপর নিচে থাকা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে প্রাইমারি অ্যাকাউন্টের পরিবর্তে অন্য অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে। এ পদ্ধতিতে একাধিক গুগল অ্যাকাউন্ট লগইন করা যায়, ফলে নিজেদের প্রয়োজনমতো একাধিক গুগল অ্যাকাউন্ট যুক্ত করা সম্ভব। এবার গুগল অ্যাকাউন্টে লগইনের পর ব্রাউজারের ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ক্লিক করে চাইলেই কাঙ্ক্ষিত অ্যাকাউন্ট নির্বাচন করে জিমেইল, গুগল ড্রাইভ, ডকসসহ গুগলের বিভিন্ন সেবা ব্যবহার করা যাবে।
স্মার্টফোনে একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহারের জন্য জিমেইল অ্যাপের ওপরের ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে ‘অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট’ নির্বাচন করতে হবে। এরপর কম্পিউটারের মতো একাধিক গুগল অ্যাকাউন্টে যুক্ত করলেই কাঙ্ক্ষিত অ্যাকাউন্ট নির্বাচন করে জিমেইল, গুগল ড্রাইভ, ডকসসহ গুগলের বিভিন্ন সেবা ব্যবহার করা যাবে। তবে স্মার্টফোনে গুগলের একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের জন্য জিমেইল, গুগল ড্রাইভ, ডকসসহ গুগলের বিভিন্ন সেবার অ্যাপ ব্যবহার করতে হবে।