মজবুত নিরাপত্তা–সুবিধার জন্য অ্যাপল আইফোন প্রসিদ্ধ। তবে সম্প্রতি ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’–এ প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, অ্যাপলের ‘রিকভারি কি’ পদ্ধতি কবজা করার পথ খুঁজে পেয়েছে অপরাধীরা। আর এই পন্থা অবলম্বন করে চোর ব্যবহারকারীদের তাঁদের অ্যাপল অ্যাকাউন্টে প্রবেশাধিকার বন্ধ করে ফেলে।
ওয়াল স্ট্রিট জার্নালের ওই নিবন্ধে আইফোন ব্যবহারকারীদের তাঁদের অ্যাকাউন্টে স্থায়ীভাবে প্রবেশাধিকার হারানোর ঝুঁকির বিষয়ে মনোযোগ দেওয়া হয়। আইফোনের সম্ভাব্য এই সমস্যা মোকাবিলায় ব্যবহারকারীরা কিছু ব্যবস্থা নিতে পারেন। অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নিরাপত্তা–সতর্কতাগুলোর বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। কী পদক্ষেপ নিলে সুরক্ষিত থাকবেন?
আইফোনের সুরক্ষায় সাপোর্ট করলে ফেস আইডি বা টাচ আইডির মতো বায়োমেট্রিক নিরাপত্তা–সুবিধা সক্রিয় রাখার সুপারিশ করা হয়েছে ওই নিবন্ধে। এটি ব্যবহারকারীকে জনসমক্ষে পাসকোড লিখতে সাহায্য করবে এবং অন্যের পর্যবেক্ষণ–ঝুঁকি থেকে রক্ষা করবে। একান্তই পাসকোড দিতে হলে চার থেকে ছয় সংখ্যার সংখ্যামূলক কোডের চেয়ে বর্ণানুক্রমিক পাসকোড দিন। সংখ্যাবাচক পাসকোড মনে রাখা সহজ হলেও সংখ্যা ও অক্ষরের সমন্বয়ে গঠিত বর্ণানুক্রমিক পাসকোড মজবুত নিরাপত্তা দেবে।
ব্যবহারকারী চাইলে স্ক্রিন টাইম পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাপল আইডির নিরাপত্তা আরও জোরদার করতে পারেন। তবে এর অসুবিধা হলো অ্যাপল আইডি পরিবর্তনে প্রতিবার এই পাসওয়ার্ড ব্যবহারকারীকে প্রবেশ করাতে হবে। যদিও অতিরিক্ত নিরাপত্তা–সুবিধা পাওয়া থেকে এই অসুবিধা বেশি কিছু নয়। যেভাবে স্ক্রিন টাইম পাসওয়ার্ড ঠিক করবেন (সেট করবেন):
সেটিংসে গিয়ে স্ক্রিন টাইম নির্বাচন করুন। এরপর স্ক্রল করে নিচে গিয়ে একটি পাসকোড ঠিক করুন। এবার কনটেন্ট অ্যান্ড প্রাইভেসি রেস্ট্রিকশন চালু করুন। অ্যালাউ চেঞ্জেসে গিয়ে অ্যাকাউন্ট চেঞ্জেস নির্বাচন করুন এবং ডোন্ট অ্যালাউতে চাপুন।
লক স্ক্রিনে কন্ট্রোল সেন্টারে প্রবেশ নিষ্ক্রিয় থাকলে চোরদের এয়ারপ্লেন মুডে প্রবেশাধিকার রোধ হয়। চোর অবস্থান শনাক্ত এবং অন্যান্য নিরাপত্তা–সুবিধা নিষ্ক্রিয় করতে এয়ারপ্লেন মুড ব্যবহার করে। তাই কন্ট্রোল সেন্টারে প্রবেশাধিকার নিষ্ক্রিয় থাকলে ব্যবহারকারী চোরের গতিবিধি এবং চুরি যাওয়া ফোনের অবস্থান শনাক্ত করতে পারবেন। এই সুবিধা হারানো আইফোন ফিরে পেতে এবং তার তথ্যে অননুমোদিত প্রবেশাধিকার রোধে সাহায্য করে।
আইফোনে বাড়তি স্তরের নিরাপত্তা পেতে এবং হারিয়ে যাওয়া ফোন ফিরে পাওয়ার সম্ভাবনা বাড়াতে ব্যবহারকারী রিকভারি কনট্রাক্ট দিয়ে (সেট) রাখতে পারেন। রিকভারি কনট্রাক্টে দেওয়া ব্যক্তি বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্য হতে পারেন। তিনি হারিয়ে যাওয়া আইফোনের রিকভারি কোড গ্রহণে অনুমোদিত ব্যক্তি হবেন।
সেটিংসে গিয়ে আপনার নামের ওপর চাপ দিন। এবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিট নির্বাচন করুন। এরপর অ্যাকাউন্ট রিকভারি নির্বাচন করুন। এবার রিকভারি কনট্রাক্ট চেপে আপনার কনট্রাক্টস তালিকা থেকে বিশ্বস্ত একজনকে নির্বাচন করুন।
চোর থেকে আপনার আইফোনকে সুরক্ষা দিতে সবচেয়ে মৌলিক কিন্তু প্রয়োজনীয় অভ্যাস হলো যখন ফোনটি ব্যবহার না করবেন, তখন সেটি লক করে রাখুন। এর মাধ্যমে আপনি আপনার আইফোন এবং এর সংবেদনশীল তথ্যে চোরের সরাসরি প্রবেশাধিকার রোধ করতে পারেন।
সূত্র: লাইভমিন্ট ডটকম