ফেসবুক
ফেসবুক

ফেসবুক প্রোফাইলে ডাকনাম যোগ করবেন যেভাবে

ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে পরিচিত ব্যক্তিদের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করেন অনেকেই। বন্ধুতালিকার বাইরে থাকা কোনো ব্যক্তির নাম সার্চ বক্সে লিখলে নিজস্ব অ্যালগরিদম কাজে লাগিয়ে ফলাফল প্রদর্শন করে ফেসবুক। কিন্তু ফেসবুক প্রোফাইলে প্রাতিষ্ঠানিক নাম ব্যবহার করার কারণে চাইলেই সবার ফেসবুক আইডি সহজে খুঁজে পাওয়া যায় না। এ সমস্যা সমাধানে চাইলেই ফেসবুকে প্রাতিষ্ঠানিক নামের পাশাপাশি ডাকনামও যোগ করা যায়। ফেসবুক প্রোফাইলে ডাকনাম যোগ করার পদ্ধতি দেখে নেওয়া যাক।

ফেসবুক প্রোফাইলে ডাকনাম যোগ করার জন্য ফেসবুক অ্যাপের ওপরের ডান দিকে থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করে প্রোফাইল নাম নির্বাচনের পর প্রোফাইল পেজে প্রবেশ করতে হবে। এরপর প্রোফাইল পেজের ডিটেইলস অপশনের নিচে থাকা ‘সি ইউর অ্যাবাউট ইনফো’তে ট্যাপ করতে হবে। এবার নিচে স্ক্রল করে ‘আদারস নেম’ অপশন নির্বাচনের পর নিচে থাকা ‘অ্যাড আদার নেম’-এ ট্যাপ করতে হবে। পরের পেজে একটি বক্সে নামের বিভিন্ন অপশন দেখা যাবে। সেখান থেকে ‘নিকনেম’ নির্বাচন করে নিচে প্রদর্শিত বক্সে ডাকনাম লিখতে হবে। এরপর ‘শো অ্যাট টপ অব প্রোফাইল’ অপশনে টিক দিয়ে সেভ বাটনে ক্লিক করলেই প্রোফাইল পেজে নামের পাশে ছোট করে ডাকনাম যুক্ত হবে।