ইনস্টাগ্রামে অনাকাঙ্ক্ষিত বার্তার বিরুদ্ধে অভিযোগ করা যায়
ইনস্টাগ্রামে অনাকাঙ্ক্ষিত বার্তার বিরুদ্ধে অভিযোগ করা যায়

ইনস্টাগ্রামে নির্দিষ্ট কারো পোস্ট দেখতে না চাইলে

ইনস্টাগ্রামে অনুসরণ করা অ্যাকাউন্ট ব্যবহারকারীদের বিভিন্ন পোস্টের কারণে মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কিন্তু সম্পর্ক নষ্টের ভয়ে তাঁদের আনফলোও করা যায় না। তবে চিন্তার কিছু নেই, ইনস্টাগ্রামের মিউট সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্ট নিজেদের ইনস্টাগ্রাম ফিডে লুকিয়ে রাখা যায়।

ইনস্টাগ্রামের মিউট সুবিধার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে, কোনো ব্যবহারকারীকে মিউট করলেও তিনি বিষয়টি জানতে পারেন না। ফলে পরিচিত ব্যক্তিদের মধ্যে সম্পর্ক নষ্ট হয় না। এ জন্য প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাপ থেকে অবাঞ্ছিত পোস্ট করা ব্যক্তির প্রোফাইলে প্রবেশ করতে হবে। এরপর ফলোয়িং বাটন ট্যাপ করে মিউট অপশন নির্বাচন করলেই সেই ব্যক্তির কোন ধরনের পোস্ট বা স্টোরিজ মিউট করতে চান, তা জানতে চাইবে ইনস্টাগ্রাম। পোস্ট বা স্টোরিজ অপশন নির্বাচন করে দিলে সেই ব্যক্তির দেওয়া কোনো পোস্ট বা স্টোরিজ আপনার ফিডে আর দেখাবে না ইনস্টাগ্রাম।

ইনস্টাগ্রাম ফিড থেকেও সরাসরি নির্দিষ্ট ব্যক্তির পোস্ট মিউট করা যায়। এ জন্য ফিডে পোস্ট নির্বাচন করে ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে। বেশ কয়েকটি অপশন দেখা যাবে। ‘হাইড’ অপশন নির্বাচন করে মিউটে ট্যাপ করলেই পোস্ট বা স্টোরিজ আপনার ফিডে আর দেখাবে না ইনস্টাগ্রাম।

সূত্র: দ্য ভার্জ