ল্যাপটপ ঠিকমতো চার্জ না হওয়ার সমস্যা অনেকেরই হয়ে থাকে। পুরোনো ল্যাপটপ হলে তো কথাই নেই, এ ধরনের সমস্যা হামেশা ঘটতেই থাকে। ল্যাপটপ চার্জ না হওয়ার সমস্যা বিভিন্ন কারণে হতে পারে। বেশ কিছু পদ্ধতি কাজে লাগিয়ে ল্যাপটপের চার্জ না হওয়ার সাধারণ সমস্যাগুলো সমাধান করা যায়। পদ্ধতিগুলো দেখে নেওয়া যাক-
চার্জার পরীক্ষা
অনেক সময় সাধারণ কিছু ভুলের কারণে ল্যাপটপের চার্জ হয় না। চার্জার নষ্ট হয়ে গেলেও এ সমস্যা হতে পারে। তাই চার্জিং কেব্ল ল্যাপটপের সঙ্গে ভালোভাবে যুক্ত রয়েছে কি না, তা পরীক্ষা করতে হবে। চার্জিং পিন ঠিকমতো যুক্ত থাকার পরও চার্জ না হলে চার্জারের কার্যকারিতা পরীক্ষা করতে হবে। অন্য ল্যাপটপেও সঙ্গে চার্জার যুক্ত করার পর কাজ না করলে বুঝতে হবে চার্জারের সমস্যার কারণেই ল্যাপটপ ঠিকমতো চার্জ হচ্ছে না। এ ক্ষেত্রে চার্জার পরিবর্তন করলেই ল্যাপটপের চার্জ সমস্যার সমস্যার সমাধান করা যাবে।
চার্জিং পোর্ট পরীক্ষা
চার্জিং পোর্টের সমস্যার কারণেও ল্যাপটপ ঠিকমতো চার্জ হয় না। অনেক সময় চার্জিং পোর্টে ধুলোবালি বা ময়লা জমে থাকলে চার্জার ঠিকমতো যুক্ত হয় না। ফলে ল্যাপটপ চার্জ হতে পারে না। আর তাই বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে নরম ব্রাশের সাহায্যে চার্জিং পোর্টে থাকা ময়লা পরিষ্কার করতে হবে। এ ছাড়া চার্জিং পোর্ট অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা–ও পরীক্ষা করে দেখতে হবে।
ব্যাটারির কার্যকারিতা পরীক্ষা
দীর্ঘদিন ব্যবহারের ফলে ধীরে ধীরে ল্যাপটপের ব্যাটারির কার্যকারিতা কমে যায়। তখন ব্যাটারি চার্জ ধরে রাখতে পারে না। এ ক্ষেত্রে অনুমোদিত সেবাকেন্দ্র থেকে ল্যাপটপের ব্যাটারি পরিবর্তন করতে হবে।
ভাইরাস বা ম্যালওয়্যার পরীক্ষা
ভাইরাস বা ম্যালওয়্যার সংক্রমণের ফলে ল্যাপটপে বিভিন্ন সমস্যা হওয়ার পাশাপাশি ব্যাটারিও ক্ষতিগ্রস্ত হতে পারে। এ জন্য ভালো মানের অ্যান্টিভাইরাসের সাহায্যে ল্যাপটপ স্ক্যান করে ভাইরাস বা ম্যালওয়্যার ধ্বংস করতে হবে।