গুগল
গুগল

গুগলের সার্চ ফলাফলে দেখানো ছবির বিষয়ে অভিযোগ করবেন যেভাবে

অনুমতি না নিয়েই বিভিন্ন ব্যক্তির ছবি অনলাইনে প্রকাশ করেন অনেকেই। কেউ আবার বিভিন্ন ব্যক্তির ভুয়া ছবি প্রকাশ করেন। এসব ছবি গুগলের সার্চ ফলাফলে দেখা যাওয়ায় বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন তাঁরা। তবে চাইলেই গুগল সার্চ ফলাফল থেকে নির্দিষ্ট ছবির বিরুদ্ধে অভিযোগ জানানো যায়। অভিযোগ পাওয়ার পর পর্যালোচনা করে ছবি মুছে ফেলে গুগল। গুগলে নির্দিষ্ট ছবির বিরুদ্ধে অভিযোগ জানানোর পদ্ধতি দেখে নেওয়া যাক।

গুগলের কাছে নির্দিষ্ট ছবির বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য প্রথমে https://support.google.com/websearch/contact/content_removal_form?sjid=9335321049646893313-AP ঠিকানায় প্রবেশ করতে হবে। এরপর গুগল সার্চে কোন ধরনের ছবির বিরুদ্ধে অভিযোগ জানাতে চান সে সম্পর্কে নির্দিষ্ট অপশন নির্বাচন করতে হবে। এরপর যে দেশে বসবাস করছেন, তা উল্লেখ করে সার্চ ফলাফলের ইউআরএল জমা দিতে হবে। অভিযোগ জানানোর পর গুগল থেকে একটি কনফারমেশন ই–মেইল পাঠানো হবে। তারপর গুগল তার নীতিমালা অনুসরণ করে অভিযোগ পর্যালোচনা করে ছবিটি মুছে ফেলবে।