নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি বন্ধু, পরিবার বা পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের জন্য প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন অনেকেই। আর তাই ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের জন্য নিয়মিত ফেসবুকে সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। সচেতন না হওয়ার কারণে অনেক সময় হ্যাকাররা ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলেও তা জানতে পারেন না ব্যবহারকারীরা। ফলে হ্যাকাররা সহজেই অন্যদের ফেসবুক অ্যাকাউন্টে লগইন করে দূর থেকে নজরদারি করতে থাকেন। ফলে ফেসবুক অ্যাকাউন্টের পাশাপাশি ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়। ফেসবুক অ্যাকাউন্ট গোপনে হ্যাকড হওয়ার বেশ কিছু লক্ষণ প্রকাশ করেছে অনলাইন নিরাপত্তা প্রতিষ্ঠান কিপার সিকিউরিটি। লক্ষণগুলো দেখে নেওয়া যাক।
অপরিচিত যন্ত্র থেকে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ
ফেসবুক অ্যাকাউন্ট গোপনে অন্য কেউ ব্যবহার করছে কি না, তা জানার জন্য প্রথমেই অপরিচিত কোনো যন্ত্র থেকে আপনার অ্যাকাউন্টে কেউ প্রবেশ করেছে কি না, তা পরীক্ষা করতে হবে। কোথায়, কখন, কোন কোন যন্ত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করা হয়েছে, তা জানার জন্য ফেসবুকের মেনুতে প্রবেশ করে সেটিংসে ক্লিক করতে হবে। এরপর অ্যাকাউন্ট সেন্টারে প্রবেশ করে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে হোয়ার ইউ আর লগড ইন অপশন নির্বাচন করলেই কোন কোন যন্ত্র থেকে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করা হয়েছে, সেটির তালিকা দেখা যাবে। অপরিচিত কোনো যন্ত্রে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করা থাকলে তৎক্ষণাৎ সেটি লগআউট করে অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।
অপরিচিত অ্যাকাউন্টে বন্ধুত্বের অনুরোধ পাঠানো
আপনার অজান্তে কোন ব্যক্তিকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হলে বুঝতে হবে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। এমন ঘটনা ঘটলে দ্রুত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।
বন্ধুতালিকায় অপরিচিত ব্যক্তি
অপরিচিত ব্যক্তি যাঁকে কখনো বন্ধুত্বের অনুরোধ পাঠানো হয়নি বা তিনিও আপনাকে অনুরোধ পাঠাননি, কিন্তু তাঁর নাম ফেসবুকের বন্ধুতালিকায় দেখা গেলে সতর্ক হতে হবে। কারণ, হ্যাকাররা ফেসবুকে প্রবেশ করে অপরিচিত ব্যক্তিদের বন্ধুতালিকায় যুক্ত করে বিভিন্ন ধরনের প্রতারণা করে থাকে।
অপরিচিত কাউকে বার্তা পাঠানো
আপনার অগোচরে পরিচিত বা অপরিচিত কোনো ব্যক্তির কাছে বার্তা পাঠানো হলে বুঝতে হবে, অ্যাকাউন্টটি গোপনে অন্য কেউ ব্যবহার করছে। আর তাই দ্রুত পাসওয়ার্ড পরিবর্তনসহ বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
লগইনে সমস্যা
ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে সমস্যা হলে বা নির্দিষ্ট ই–মেইল ঠিকানায় বারবার লগইন নোটিফিকেশন এলে বুঝতে হবে, অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। এমন ঘটনা ঘটলে দ্রুত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।
ব্যক্তিগত তথ্য পরিবর্তন
ব্যবহারকারীর পরিচিতি বা অন্যান্য তথ্য হঠাৎ পরিবর্তন হয়ে গেলেও বুঝতে হবে, অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। এমন ঘটনা ঘটলে দ্রুত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।