নিয়ারবাই শেয়ার সুবিধা কাজে লাগিয়ে অ্যান্ড্রয়েডচালিত ফোন, ট্যাবলেট কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রের মধ্যে সহজে ফাইল আদান-প্রদান করা যায়। সম্প্রতি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারের জন্যও অ্যান্ড্রয়েডের নিয়ারবাই শেয়ার সুবিধা উন্মুক্ত করেছে গুগল। এ সুবিধা চালুর ফলে কম্পিউটার থেকে কোনো তারের সংযোগ ছাড়াই অ্যান্ড্রয়েডচালিত ফোন, ট্যাবলেট কম্পিউটারে ফাইল আদান-প্রদান করা যাবে।
নিয়ারবাই শেয়ার সুবিধা ব্যবহারের জন্য প্রথমেই অ্যান্ড্রয়েড ডটকম ওয়েবসাইট থেকে নিয়ারবাই শেয়ার অ্যাপ নামিয়ে কম্পিউটারে ইনস্টল করতে হবে। এরপর কম্পিউটার ও ফোনে নিয়ারবাই শেয়ার সুবিধা চালু করতে হবে। এবার কম্পিউটার বা ফোনে ছবি বা ফাইল নির্বাচন করে শেয়ার আইকনে ক্লিক করলেই নিয়ারবাই শেয়ার অপশনযুক্ত আশপাশে থাকা ফোন বা কম্পিউটারের নাম দেখা যাবে। নাম নির্বাচন করলেই স্বয়ংক্রিয়ভাবে ফাইল বা ছবি নির্দিষ্ট কম্পিউটার বা ফোনে চলে যাবে।
উইন্ডোজ ১০ থেকে পরবর্তী সব অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে নিয়ারবাই শেয়ার সুবিধা ব্যবহার করা যাবে। অ্যাপটি ব্যবহারের জন্য অবশ্যই ফাইল আদান-প্রদানের সঙ্গে যুক্ত ফোন ও কম্পিউটারে ওয়াই-ফাই ও ব্লু-টুথ অপশন চালু রাখতে হবে। এ সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ ১৬ ফুট দূরে থাকা ফোন বা কম্পিউটারে ফাইল আদান-প্রদান করা যাবে।