ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে অনলাইন প্রতারণা। মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ লক্ষ্য করেও সাইবার অপরাধীরা বিভিন্ন সময় সাইবার হামলা চালিয়ে থাকে। এ জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করতে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে ‘প্রাইভেসি চেকআপ’ সুবিধা চালু করেছে অ্যাপটি। এই চেকআপের মাধ্যমে ব্যবহারকারী সহজেই জানতে পারবেন তাঁর অ্যাকাউন্ট সুরক্ষিত রয়েছে কি না।
প্রাইভেসি চেকআপ সুবিধায় ব্যবহারকারীকে বিভিন্ন ধাপ অনুসরণ করতে হয়। প্রতিটি ধাপে থাকা নির্দেশনা অনুসরণ করে অ্যাকাউন্টের সুরক্ষা পরিস্থিতি সম্পর্কে জানা যায়। এমনকি এখান থেকেই ব্যবহারকারী তাঁর অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদারে বিভিন্ন সেটিংস পরিবর্তন করারও সুযোগ পেয়ে থাকেন। হোয়াটসঅ্যাপের তথ্য অনুসারে, প্রাইভেসি সেটিংসের প্রাইভেসি চেকআপ নির্বাচন করে হোয়াটসঅ্যাপের বার্তা, কল ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা সম্পর্কে জানা যায় এবং নিরাপত্তা বাড়ানো যায়। এখান থেকে নির্ধারণ করা যায় হোয়াটসঅ্যাপে কারা কল করতে পারবেন, কারা ব্যক্তিগত তথ্য দেখতে পারবেন।
হোয়াটসঅ্যাপের প্রাইভেসি চেকআপ সুবিধা ব্যবহারের জন্য প্রথমে অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতে হবে। এরপর ওপরে ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে সেটিংস নির্বাচন করতে হবে। প্রাইভেসিতে ট্যাপ করতে হবে। ওপরে প্রাইভেসি চেকআপ লেখা দেখা যাবে। সেখানে স্টার্ট চেকআপে ট্যাপ করতে হবে। পরের পেজে বিভিন্ন অপশন দেখা যাবে। ‘চুজ হু ক্যান কন্ট্যাক্ট ইউ’ থেকে কারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, তা নির্ধারণ করা যাবে। ‘কন্ট্রোল ইউর পারসোনাল ইনফো’ থেকে ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণ করা যাবে। ‘অ্যাড মোর প্রাইভেসি টু ইউর চ্যাটস’ থেকে বার্তার গোপনীয়তা বৃদ্ধি করা যাবে। ‘অ্যাড মোর প্রটেকশন টু ইউর অ্যাকাউন্ট’ অপশন থেকে অ্যাকাউন্টের সুরক্ষা বৃদ্ধি করা যাবে।
সূত্র: নিউজ১৮ ডটকম