টিকটক
টিকটক

টিপস

টিকটকে দেখা ভিডিওর ইতিহাস মুছবেন যেভাবে

টিকটকে আমরা অনেকেই নিয়মিত ভিডিও দেখে থাকি। টিকটকে কোনো ভিডিও দেখলেই সেটির ইতিহাস স্বয়ংক্রিয়ভাবে আমাদের অ্যাকাউন্টে জমা হয়। তবে চাইলেই মুঠোফোন থেকে টিকটকে দেখা ভিডিওর তালিকা দেখার পাশাপাশি মুছে ফেলা যায়।

টিকটকে দেখা ভিডিওর তালিকা দেখার জন্য প্রথমে প্রোফাইল আইকনে ক্লিক করে ডান পাশের ওপরে থাকা তিনটি ডট লাইন মেনু নির্বাচন করতে হবে। এবার Settings and privacy নির্বাচনের পর Watch history অপশনে ক্লিক করলেই গত সাত দিনে দেখা ভিডিওর তালিকা দেখা যাবে।

টিকটকে দেখা ভিডিওর তালিকা মুছে ফেলার জন্য Watch history page–এ প্রবেশ করে ডান পাশের কোনায় থাকা গিয়ার আইকন নির্বাচন করতে হবে। এবার Clear history অপশনে ক্লিক করলেই ভিডিওগুলো মুছে যাবে।