একাধিক গুগল অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে লগইন করা থাকলেও ক্রোম ব্রাউজারে যেকোনো একটি অ্যাকাউন্ট ডিফল্ট হিসেবে চালু থাকে। এর ফলে গুগলের বিভিন্ন সেবা, যেমন ক্যালেন্ডার, গুগল মিট, গুগল ডকস, গুগল স্লাইডসে প্রবেশ করলে স্বয়ংক্রিয়ভাবে ডিফল্ট অ্যাকাউন্ট চালু হয়। গুগলের বিভিন্ন সুবিধা ব্যবহারের জন্য ডিফল্ট অ্যাকাউন্টটি বেশ গুরুত্বপূর্ণ হওয়ায় অনেকেই পছন্দের অ্যাকাউন্টটি ডিফল্ট হিসেবে ব্যবহার করতে চান। ব্রাউজারে ডিফল্ট গুগল অ্যাকাউন্ট পরিবর্তনের পদ্ধতি দেখে নেওয়া যাক।
ডিফল্ট গুগল অ্যাকাউন্ট পরিবর্তনের জন্য প্রথমে ক্রোম ব্রাউজার থেকে জিমেইলে প্রবেশ করে ওপরের ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে। এরপর ‘সাইনআউট অব অল অ্যাকাউন্টস’ নির্বাচন করে সব কটি গুগল অ্যাকাউন্ট লগআউট করতে হবে। এবার জিমেল অ্যাকাউন্ট লগআউট হওয়ার পর সাইন ইন বাটনে ক্লিক করে যে গুগল অ্যাকাউন্টকে ডিফল্ট হিসেবে নির্বাচন করতে হবে, সেই অ্যাকাউন্ট দিয়ে প্রথমে লগইন করতে হবে। এরপর জিমেলে আবার প্রবেশের পর প্রোফাইল ছবিতে ক্লিক করে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নির্বাচনের মাধ্যমে একাধিক গুগল অ্যাকাউন্ট যুক্ত করা যাবে। তবে ব্রাউজারে লগইন করা প্রথম গুগল অ্যাকাউন্টটি ডিফল্ট অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করা যাবে। ব্রাউজার থেকে গুগলের যেকোনো সেবার ওয়েবসাইটে প্রবেশ করলে ডিফল্ট গুগল অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।