অ্যান্ড্রয়েড স্মার্টফোনের এসএমএস সংরক্ষণ করা যায়
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের এসএমএস সংরক্ষণ করা যায়

স্মার্টফোনের এসএমএস সংরক্ষণ করবেন যেভাবে

ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজের প্রয়োজনে পরিচিত-অপরিচিত ব্যক্তিদের ফোনে বার্তা বা এসএমএস পাঠান অনেকেই। সহজে বিভিন্ন তথ্য জানানোর সুযোগ থাকায় বর্তমানে যোগাযোগের অন্যতম মাধ্যমও হয়ে উঠেছে এই এসএমএস। তবে স্মার্টফোন রিসেট বা পরিবর্তন করলে এসএমএসগুলো আলাদাভাবে সংরক্ষণ করা না থাকলে সেগুলো পরে দেখা যায় না। তাই স্মার্টফোনে থাকা অন্যান্য তথ্যের মতো এসএমএসের ব্যাকআপ রাখা প্রয়োজন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে এসএমএস ব্যাকআপ রাখার পদ্ধতি দেখে নেওয়া যাক—

সাধারণত অ্যান্ড্রয়েড স্মার্টফোনে স্বয়ংক্রিয়ভাবেই এসএমএসগুলো গুগল ড্রাইভে সংরক্ষণ করা হয়। এসএমএস ব্যাকআপ চালু রয়েছে কি না তা জানার জন্য প্রথমে পুরোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে প্রবেশ করে সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে গুগল নির্বাচন করে পরের পেজে থাকা ব্যাকআপ অপশন ট্যাপ করতে হবে। সেখানে ব্যাকআপ ডিটেইলস অপশনের নিচে ‘এসএমএস অ্যান্ড এমএমএস’ অপশন দেখা গেলে বুঝতে হবে ব্যাকআপ অপশন চালু রয়েছে। এ ছাড়া ফোনের গুগল ড্রাইভ অ্যাপে প্রবেশ করেও এসএমএসগুলোর ব্যাকআপ রয়েছে কি না তা জানা সম্ভব। এ জন্য প্রথমে গুগল ড্রাইভ অ্যাপ চালু করে ওপরের বাঁ দিকে থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করতে হবে। তারপর ব্যাকআপস অপশন নির্বাচন করে স্মার্টফোনের মডেলে ট্যাপ করলেই এসএমএস ব্যাকআপ অপশন চালু রয়েছে কি না তা জানা যাবে।

নতুন ফোনে এসএমএস ব্যাকআপ স্থানান্তরের জন্য প্রথমে যে গুগল অ্যাকাউন্টে ব্যাকআপ রয়েছে, সেটি দিয়ে নতুন ফোনে গুগল ড্রাইভে প্রবেশ করতে হবে। এরপর ফোন সেটআপ করার সময় প্রয়োজনীয় ধাপ অনুসরণ করে ‘ফিনিশ সেটিং অ্যাপ’ অপশনে ক্লিক করলেই গুগল অ্যাকাউন্টে থাকা এসএমএসসহ সব ব্যাকআপ নতুন ফোনে স্থানান্তর হয়ে যাবে।