স্মার্টফোন
স্মার্টফোন

টিপস

স্মার্টফোনে নজরদারি ঠেকানোর পাঁচ উপায়

স্মার্টফোনের সাহায্যে অনলাইনে আমরা যা–ই করি না কেন, সেগুলোর তথ্য কিন্তু ঠিকই সংগ্রহ করে রাখে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট। ইন্টারনেট ব্যবহার না করলেও নজরদারি থেকে মুক্তি মেলে না। আমরা যেখানেই যাই না কেন, আমাদের অবস্থানের তথ্য সংগ্রহ করতে থাকে স্মার্টফোন। চাইলে বেশ কিছু কৌশল অবলম্বন করে স্মার্টফোনের নজরদারি ঠেকানো যায়।

অবস্থান, ওয়াইফাই এবং মোবাইল ডেটা বন্ধ

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে নজরদারি ঠেকানোর সবচেয়ে সহজ উপায় হলো প্রয়োজন ছাড়া লোকেশন ট্র্যাকিং, ওয়াইফাই এবং মোবাইল ডেটা সুবিধা বন্ধ রাখা। এগুলো বন্ধ থাকলে পকেটে স্মার্টফোন থাকলেও অবস্থানের তথ্য লুকিয়ে রাখা যায়।

গুগল ব্যবহারের তথ্য মুছে ফেলা

কোনো তথ্য খুঁজলেই সেগুলোর ইতিহাস সংরক্ষণ করে রাখে গুগল। শুধু তা–ই নয়, ব্যবহারকারীর অবস্থান ও ইউটিউব ব্যবহারের খুঁটিনাটি তথ্যও সংগ্রহ করে। এসব তথ্য মুছে ফেলার জন্য প্রথমে গুগল অ্যাপ চালু করে প্রোফাইল ছবির ওপর ট্যাপ করে Manage your Google Account/Google Account অপশন নির্বাচন করতে হবে। এবার গুগল অ্যাকাউন্ট সেটিংস অপশন থেকে Data & privacy ট্যাব নির্বাচনের পর History settings–এর নিচে থাকা Web & App Activity–এর ওপর ক্লিক করতে হবে। এবার নিচে এসে Turn off বাটনে ক্লিক করলেই নতুন একটি পাতা দেখা যাবে। এখানে Pause বাটনে ক্লিক করে OK চেপে বের হয়ে পুনরায় Data & privacy ট্যাব চালু করতে হবে। এবার আগের পদ্ধতি অনুসরণ করে Location History এবং YouTube History অপশন বন্ধ করতে হবে।

গুগল ব্যবহারের ইতিহাস মুছে ফেলার জন্য প্রথমে Data & privacy ট্যাবের History settings–এর নিচে থাকা Web & App Activity অপশন ট্যাপ করে Manage all Web & App Activity লিংকের ওপর ক্লিক করতে হবে। এবার Filter by date & product অপশনে ক্লিক করলেই Filter by date নামে নতুন একটি পাতা দেখা যাবে। এখানে নির্দিষ্ট সময়ের তথ্যের পাশাপাশি গুগলে থাকা সব তথ্যও মুছে ফেলা যাবে। একইভাবে Location History এবং YouTube History অপশনের তথ্যও মুছে ফেলতে হবে।

ব্যক্তিগত অনুসন্ধান ফলাফল বন্ধ

ব্যবহারকারীদের সংগ্রহ করা তথ্য পর্যালোচনা করে দ্রুত সার্চ ফলাফল প্রদর্শন করে গুগল। তবে ব্যক্তিগত সার্চ ফলাফল সুবিধা বন্ধ থাকলে ব্যবহারকারীর সব তথ্য সংগ্রহ না করে প্রাসঙ্গিক ফলাফলের বদলে সাধারণ ফলাফল প্রদর্শন করে গুগল।

ব্যক্তিগত সার্চ ফলাফল সুবিধা বন্ধের জন্য গুগলঅ্যাপের প্রোফাইল ছবিতে ক্লিক করে Settings অপশন থেকে Personal results নির্বাচন করতে হবে। এবার Show personal results–এর পাশে থাকা অফ বাটন চেপে সেটিংসটি বন্ধ করতে হবে।

পছন্দের বিজ্ঞাপন সুবিধা বন্ধ

বিজ্ঞাপন প্রদর্শনের আগে ব্যবহারকারীদের চাহিদা বুঝতে নিয়মিত বিভিন্ন তথ্য সংগ্রহ করে বিভিন্ন অ্যাপ ও প্রতিষ্ঠান। তবে অ্যাড পারসোনালাইজড সুবিধা বন্ধ রেখে এ থেকে মুক্তি পাওয়া যায়। এ জন্য প্রথমে গুগল অ্যাপের প্রোফাইল ছবিতে ক্লিক করে Manage your Google Account/Google Account অপশন নির্বাচন করতে হবে। এবার Data & privacy ট্যাব নির্বাচন করে Ad settings–এর নিচে থাকা Ad personalization–এ ক্লিক করে Ad personalization is ON অপশন বন্ধ করতে হবে।

অব্যবহৃত অ্যাপস থেকে অনুমতি মুছে ফেলা

অ্যাপ ইনস্টলের সময় ইচ্ছে না থাকলেও ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহারের পাশাপাশি অবস্থান, ফাইল এবং কল লগের মতো বিভিন্ন তথ্য ব্যবহারের অনুমতি দিতে হয়। তবে ইনস্টল করার পর সব অ্যাপ নিয়মিত ব্যবহার করা হয় না। অব্যবহৃত অ্যাপগুলোকে দেওয়া অনুমতি মুছে ফেলে নজরদারি ঠেকানো সম্ভব। অনুমতি মুছে ফেলার জন্য স্মার্টফোনের Settings–এ প্রবেশ করে Privacy অপশন থেকে Permission manager নির্বাচন করতে হবে। এবার অব্যবহৃত অ্যাপগুলোর Permission অপশনে ট্যাপ করে Don't allow নির্বাচন করতে হবে। সতর্ক বার্তা দেখা গেলে Don't allow anyway বা Ask every time বা Allow only while using the app অপশন নির্বাচন করতে হবে।