ল্যাপটপ স্লিপ মোডে থাকলেও স্মার্টফোন চার্জ করা যায়
ল্যাপটপ স্লিপ মোডে থাকলেও স্মার্টফোন চার্জ করা যায়

টিপস

ল্যাপটপ ঘুমালেও চার্জ হবে স্মার্টফোন

ল্যাপটপ চালু থাকা অবস্থায় মুঠোফোন চার্জ করেন অনেকেই। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার না করলে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য স্বয়ংক্রিয়ভাবে স্লিপ মোডে চলে যায় ল্যাপটপ। ফলে ল্যাপটপ থেকে মুঠোফোন চার্জ করা যায় না। সেটিংস পরিবর্তন করে ঘুমিয়ে থাকা ল্যাপটপের সাহায্যেও মুঠোফোন চার্জ করা যায়।

ল্যাপটপের স্লিপ মোডের সেটিংস পরিবর্তনের জন্য কি–বোর্ডে একসঙ্গে Windows ও R কি চেপে রান উইন্ডো চালুর পর devmgmt.msc লিখে এন্টার চাপতে হবে। ডিভাইস ম্যানেজার চালুর পর সেখানে থাকা Universal Serial Bus Controller অপশনে ক্লিক করলেই ল্যাপটপের সঙ্গে যুক্ত থাকা সব ইউএসবি যন্ত্রের নাম দেখা যাবে।

USB Root Hub কন্ট্রোলার নির্বাচনের পর মাউসের ডান বোতাম চেপে Properties অপশনে ক্লিক করতে হবে। এবার ইউএসবি রুট হাবের প্রোপার্টিজ অপশন থেকে Power Management ট্যাব নির্বাচন করতে হবে। এরপর Allow the computer to turn off this device to save power অপশনের পাশে থাকা টিকচিহ্ন তুলে দিয়ে OK বোতাম চাপতে হবে। এভাবে USB Controller অপশনে থাকা বাকি USB Root Hub কন্ট্রোলারগুলোতে একইভাবে Allow the…save power অপশনের পাশের টিকচিহ্ন তুলে দিয়ে OK করতে হবে।

মনে রাখতে হবে, বিভিন্ন প্রতিষ্ঠানের মাদারবোর্ডের বায়োস সেটিংসে পার্থক্য রয়েছে। তাই বায়োস সেটিংসের BIOS/UEFI অপশন চালু না থাকলে ওপরের নিয়মে স্লিপ মোডে থাকা ল্যাপটপের সাহায্যে মুঠোফোন চার্জ করা যাবে না। এ জন্য ল্যাপটপ আবার চালু (রিস্টার্ট) করে বায়োস অপশনে প্রবেশ করতে হবে। এবার USB settings থেকে Always On USB এবং Charge in battery mode অপশন চালু করতে হবে।