টিপস

ফেসবুক অ্যাকাউন্টে থাকা ই–মেইল ঠিকানা পরিবর্তন

ফেসবুক
ছবি : রয়টার্স

ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া ই–মেইল ঠিকানা অনেক সময় নিয়মিত ব্যবহার করা হয়ে ওঠে না। এ জন্য অনেকেই ফেসবুক অ্যাকাউন্টে থাকা ই–মেইল ঠিকানা পরিবর্তন করতে চান। চাইলেই ফেসবুক অ্যাকাউন্টে থাকা পুরোনো ই–মেইল ঠিকানা পরিবর্তন করা যায়।

ফেসবুক অ্যাকাউন্টে থাকা পুরোনো ই–মেইল ঠিকানা পরিবর্তনের জন্য প্রথমেই ফেসবুকে প্রবেশ করে ডান পাশের ওপরে থাকা প্রোফাইলে ক্লিক করতে হবে। এবার Settings & privacy অপশনে ক্লিক করে Settings নির্বাচন করলে General account settings অপশন দেখা যাবে।

contact অপশনে ক্লিক করে বর্তমানে ফেসবুকে ব্যবহৃত ই–মেইল ঠিকানা দেখা যাবে। ঠিকানাটি পরিবর্তনের জন্য Edit–এ ক্লিক করলেই Add another email or mobile number অপশন দেখা যাবে। অপশনটিতে ক্লিক করে নতুন ই–মেইল ঠিকানা লিখে Add চাপতে হবে। এবার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখলেই আপনার দেওয়া নতুন ই–মেইল ঠিকানায় লিংকযুক্ত ই–মেইল পাঠাবে ফেসবুক। লিংকটিতে ক্লিক করলেই আপনার নতুন ই–মেইল ঠিকানা ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে।