ফেসবুক
ফেসবুক

টিপস

ফেসবুকে যা সার্চ করেছেন তা মুছবেন যেভাবে

ফেসবুক ব্যবহারের সময় কোনো তথ্য খুঁজলেই অনুসন্ধান করা শব্দটি স্বয়ংক্রিয়ভাবে আমাদের অ্যাকাউন্টে জমা হয়। তবে চাইলেই খুব সহজে অনুসন্ধান করা তথ্যের ইতিহাস ফেসবুক থেকে মুছে ফেলা যায়। এ জন্য আইফোন বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনে ফেসবুক চালু করে অ্যাপের ওপরে থাকা সার্চ অপশনে ক্লিক করতে হবে। এবার Recent Searches-এর পাশে থাকা Edit অপশনে ক্লিক করলে আপনার Activity Log চালু হবে। এবার Clear Searches অপশনে ক্লিক করলেই ফেসবুকের সার্চ ইতিহাস মুছে যাবে।

কম্পিউটারে ফেসবুকের সার্চ ইতিহাস মুছে ফেলার জন্য Settings and privacy নির্বাচন করে Activity Log অপশনে ক্লিক করতে হবে। এবার Search history বিভাগের ডান পাশে থাকা Clear Searches অপশনে ক্লিক করলেই ফেসবুকের সার্চ ইতিহাস মুছে যাবে।