আমরা অনেকেই কম্পিউটার বা ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্যসহ ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন নম্বর পাসওয়ার্ডসহ লিখে রাখি। আর তাই এসব তথ্য গোপন রাখা খুবই জরুরি। উইন্ডোজের কমান্ড প্রম্পট কাজে লাগিয়ে চাইলে খুব সহজেই গোপনীয় বা গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রাখা যায়।
তথ্য গোপন রাখতে প্রথমে নির্দিষ্ট তথ্যগুলো নোটপ্যাডে টেক্সট বা ওয়ার্ড ফাইলে লিখতে হবে। এরপর কি–বোর্ডে Windows ও R একসঙ্গে চেপে রান উইন্ডো চালু করতে হবে। এবার cmd লিখে কীবোর্ডের এন্টার বাটন চাপলেই উইন্ডোজের কমান্ড প্রম্পট খুলে যাবে।
কমান্ড লাইনের জায়গায় যে ড্রাইভে তথ্য সংরক্ষণ করতে চান, সেটির নাম লিখে এন্টার চাপতে হবে। এবার পরের কমান্ড হিসেবে ‘notepad’ লেখার পরের অংশে ফাইলের নাম লিখতে হবে। কোলন (: ) চিহ্নের পরের অংশে ফাইলের গোপন নাম লিখে এন্টার চাপতে হবে যা notepad ProthomAlo.txt:frdsmn.txt এর মতো দেখা যাবে। মনে রাখতে হবে, আপনার দেওয়া গোপন নামটি দিয়েই পরবর্তী সময়ে ফাইলটি খুলতে হবে। তাই সতর্কতার সঙ্গে ফাইলের নাম লিখে এন্টার বোতাম চাপলেই ‘Cannot find the…Do you want to create a new file?’ বার্তা দেখা যাবে। ইয়েস অপশন নির্বাচন করলে নোটপ্যাডে নতুন একটি ফাইল চালু হবে। এবার আপনার গোপন তথ্যগুলো লিখে বা পেস্ট করে কি–বোর্ডের CTRL ও S একসঙ্গে চেপে নোটপ্যাডে ফাইলটি সেভ করতে হবে।
নতুন ফাইলটি নির্দিষ্ট ড্রাইভে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়ে যাবে। ফাইলটি খুললেও সেখানে কোনো তথ্য দেখা যাবে না। ফাইলের তথ্যগুলো পুনরায় দেখতে চাইলে আগের নিয়ম অনুসরণ করে কমান্ড প্রম্পট উইন্ডো চালু করতে হবে। যে ড্রাইভে (D:) ফাইলটি সংরক্ষণ করেছিলেন, সেই ড্রাইভের নাম কমান্ড উইন্ডোতে লিখে এন্টার চাপতে হবে। এবার তথ্য গোপনের জন্য আগে যে কমান্ড লিখেছিলেন, সেটি লিখে এন্টার চাপলেই তথ্যগুলো দেখা যাবে। পরবর্তী সময়ে যেকোনো ফাইলের তথ্য গোপন করার জন্য কমান্ড লাইনের নাম (frdsmn.txt) বদলে দিয়ে পরের ধাপগুলো অনুসরণ করতে হবে।