কম্পিউটারে তারিখ ও সময় পরিবর্তন করা যায়
কম্পিউটারে তারিখ ও সময় পরিবর্তন করা যায়

টিপস

কম্পিউটারে তারিখ ও সময় পরিবর্তন

অনেক সময় কম্পিউটারে সঠিক তারিখ এবং সময় দেখা যায় না। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারের সেটিংস থেকে সময় ও তারিখ সহজেই পরিবর্তন করা যায়। এ জন্য প্রথমে Windows এবং ‘I’ কী একসঙ্গে চেপে সেটিংস অপশন চালু করতে হবে। এরপর সেটিংস উইন্ডো থেকে Time & Language অপশনে ক্লিক করলেই Date and Time পেজ খুলে যাবে। এবার Set Time Automatically এবং Set Time Zone Automatically-এর পাশে থাকা টিক চিহ্ন তুলে দিতে হবে।

Set the Date and Time Manually অপশনের নিচের Change বাটনে ক্লিক করলেই Change Date and Time উইন্ডো চালু হবে। এখানে Date এবং Time অপশনে সময় ও তারিখ নির্দিষ্ট করে উইন্ডোর নিচে থাকা Change বাটনে ক্লিক করলেই কম্পিউটারে নতুন সময় এবং তারিখ দেখা যাবে।