আইফোন
আইফোন

টিপস

আইফোন ও আইপ্যাডে লেখা স্ক্যান করে সম্পাদনা

আইফোন ও আইপ্যাডে ছাপা অক্ষরের পাশাপাশি হাতের লেখা স্ক্যান করে সংরক্ষণ ও সম্পাদনা করা যায়। এ জন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হয় না, নোটস অ্যাপের স্ক্যান টেক্সট টুলের সাহায্যে লেখার ছবি স্ক্যান করলেই হবে। স্ক্যান করা লেখা নোটস অ্যাপে বার্তা আকারে সংরক্ষণ করার সুযোগ মেলায় যেকোনো সময় সম্পাদনা করা যায়। আইওএস ও আইপ্যাডওএস ১৫.৪ বা এর পরবর্তী সংস্করণ ব্যবহারকারীরা ও সুযোগ পাবেন।

আইফোন ও আইপ্যাডে লেখা স্ক্যান করে সম্পাদনার পদ্ধতি

লেখা স্ক্যান করার জন্য আইফোন বা আইপ্যাডে নোটস অ্যাপ চালু করে নতুন নোট লেখার জন্য পেনসিলযুক্ত আইকন ট্যাপ করতে হবে। এবার নতুন নোটের নিচে ক্যামেরা আইকনে ট্যাপ করে Scan Text অপশন নির্বাচন করতে হবে। এবার যে লেখা স্ক্যান করতে চান, সেটির ওপর আইফোন বা আইপ্যাডের ক্যামেরা নির্দিষ্ট করতে হবে। স্ক্যান করার পর নোটস অ্যাপের মধ্যে লেখাগুলো দেখতে চাইলে Insert বাটন নির্বাচন করতে হবে। নোটস অ্যাপে লেখাগুলো দেখা যাওয়ার পর সংরক্ষণ ও সম্পাদনা করা যাবে। চাইল লেখাগুলো অন্যদের পাঠানোও যাবে।