আইফোন
আইফোন

টিপস

আইফোনে প্রো-রেজল্যুশনে ভিডিও করবেন যেভাবে

প্রো-রেজল্যুশন হলো জনপ্রিয় ভিডিও কমপ্রেশন ফরম্যাট, যা কাজে লাগিয়ে ভিডিওর আকার কমিয়ে ভালো মানের ভিডিও তৈরি করা যায়। আইফোন ১৩ প্রো ও ১৩ প্রো ম্যাক্সে প্রো-রেজল্যুশন ফরম্যাটে ভিডিও ধারণ ও সম্পাদনা করা যায়।

আইফোনে প্রো–রেজল্যুশনে ভিডিও করার জন্য সেটিংসে প্রবেশ করে Camera অপশন নির্বাচন করতে হবে। এবার ক্যামেরা সেটিংস থেকে Formats অপশন নির্বাচন করে Video Capture বিভাগের নিচে থাকা Apple ProRes অপশন ক্লিক করে চালু করতে হবে।

আইফোনের সেটিংস অপশন থেকে বের হয়ে হোম স্ক্রিনে থাকা ক্যামেরা অ্যাপ চালু করতে হবে। এবার Video অপশন নির্বাচন করে বাঁ পাশের ওপরের কোনায় থাকা ProRes অপশন নির্বাচনের পর নিচে থাকা লাল বোতাম চাপলেই ProRes ফরম্যাটে ভিডিও ধারণ করা যাবে।