ইউরোপের দেশগুলোতে অর্থের বিনিময়ে কোনো বিজ্ঞাপন ছাড়াই ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাপ চালানোর সুযোগ তৈরি করতে পারে মেটা। ফলে ব্যবহারকারীরা অর্থ দিলে ফেসবুক ও ইনস্টাগ্রাম ফিডে কোনো বিজ্ঞাপন দেখবেন না।
দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপের জন্য ‘পেইড সাবস্ক্রিপশন’ চালুর পরিকল্পনা করছে মেটা। যেসব ব্যবহারকারী অর্থ দেবেন, তাঁরা মেটার এসব অ্যাপে বিজ্ঞাপন দেখবেন না। ব্যবহারকারীর গোপনীয়তা ও সুরক্ষা বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থার যে উদ্বেগ রয়েছে, তার অবসানের জন্য এমন পদক্ষেপ নিতে পারে মেটা। ব্যবহারকারীরা পরে বিনা মূল্যেও মেটার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ব্যবহার করতে পারবেন। বিনা মূল্যে ব্যবহার করলে অ্যাপের ফিডে বিজ্ঞাপন দেখা যাবে। অর্থের বিনিময়ে গ্রাহক হওয়ার জন্য প্রতি মাসে কত অর্থ গুনতে হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। কবে থেকে এ ধরনের সেবা চালু হবে, সেটিও জানা যায়নি।
সম্প্রতি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ১৩০ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রটেকশন কমিশন (ডিপিসি)। ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা না মেনে ইউরোপের ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রের সার্ভারে স্থানান্তর করায় মেটাকে এ বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশন (জিডিপিআর) নামে ডেটা সুরক্ষা আইনে ইউরোপের বাইরে তথ্য স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহারকারীদের ব্যক্তিগত সব তথ্য নিরাপদ ও সুরক্ষিত রাখার বিষয়ে বাধ্যবাধকতা রয়েছে।
এমনকি ইইউভুক্ত দেশগুলোয় জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশন বা জিডিপিআর নামে একটি আইন থাকায় মেটার নতুন অ্যাপ থ্রেডস ইইউভুক্ত দেশ ও আয়ারল্যান্ডে এখনো চালু হয়নি।
সূত্র: দ্য ভার্জ