কিম কার্ডাশিয়ান
কিম কার্ডাশিয়ান

কিম কার্ডাশিয়ানের ১২ লাখ ৬০ হাজার ডলার জরিমানা

ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে গত বছরের জুন মাসে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিয়েছিলেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা কিম কার্ডাশিয়ান। এ জন্য ইম্যাক্স টোকেনের কাছ থেকে আড়াই লাখ ডলারও নিয়েছিলেন তিনি। অর্থের বিনিময়ে পোস্ট দিলেও ইনস্টাগ্রামে বিষয়টি উল্লেখ করেননি কার্দাশিয়ান। এতে আইন ভঙ্গ হওয়ায় কার্ডাশিয়ানকে ১২ লাখ ৬০ হাজার ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। নিজের ভুল স্বীকার করে জরিমানা দিতে রাজিও হয়েছেন কার্ডাশিয়ান।

আজ সোমবার কার্ডাশিয়ানের জরিমানা ঘোষণা করে এক বিবৃতিতে এসইসি চেয়ারম্যান গ্যারি গেনসলার জানান, কার্ডাশিয়ানের কেসটি তারকা এবং অন্যদের জন্য একটি সতর্কবার্তা হিসেবেও কাজ করবে। কারণ, আইনে সিকিউরিটিজ খাতে বিনিয়োগ প্রচারের জন্য কখন, কত টাকা নেওয়া হয়েছে, তা জনগণের কাছে প্রকাশ করতে হয়।

জরিমানার মাধ্যমে অভিযোগের সমাধান হওয়ায় কিম কার্ডাশিয়ানও খুশি হয়েছেন। এ জন্য প্রথম থেকেই তিনি এসইসির কার্যক্রমে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী মাইকেল রোডস।
সূত্র: বিবিসি, ডেইলি মেইল