গুগল ম্যাপস থেকে গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা দেখে নেওয়ার পাশাপাশি কোন রাস্তা দিয়ে দ্রুত যাওয়া যাবে তা–ও জানা যায়। আর তাই অপরিচিত কোনো এলাকায় যাওয়ার জন্য বা ঠিকানা খুঁজতে গুগল ম্যাপস ব্যবহার করেন অনেকেই। কিন্তু মানচিত্রসহ পথনির্দেশনার জনপ্রিয় এই অ্যাপটির ভুল নির্দেশনার কারণে গত বছর ভাঙা সেতু থেকে গাড়ি খালে পড়ে মৃত্যু হয় ফিলিপ প্যাক্সন নামের এক মার্কিন নাগরিকের। এ ঘটনার এক বছর পর গুগলের বিরুদ্ধে মামলা করেছে প্যাক্সনের পরিবার। মামলায় বিপজ্জনক, ভাঙা সেতু ব্যবহারের পথনির্দেশনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে গুগলের বিরুদ্ধে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার বাসিন্দা ফিলিপ প্যাক্সন গত বছরের ৩০ সেপ্টেম্বর বন্ধুর বাড়িতে মেয়ের নবম জন্মদিন উদ্যাপন শেষে একাই গাড়ি চালিয়ে নিজের বাড়িতে ফিরছিলেন। বৃষ্টিভেজা রাতে গুগল ম্যাপসের দেখানো পথে চলার সময় ভাঙা একটি ব্রিজে ওঠার পরপরই সেটি থেকে ২০ ফুট নিচে খালে পড়ে মারা যান প্যাক্সন।
মামলার এজাহারে ফিলিপ প্যাক্সনের স্ত্রী অ্যালিসিয়া প্যাক্সন অভিযোগ করেছেন, দুর্ঘটনা ঘটার পরও গুগল ম্যাপসে বিপজ্জনক ব্রিজটি ব্যবহারে চালকদের নির্দেশনা দিয়ে আসছে গুগল। ক্ষতিগ্রস্ত ব্রিজটির বিষয়ে তথ্য সম্পাদনার জন্য গুগলকে বার্তা পাঠানো হলেও তথ্য হালনাগাদ করা হয়নি।
এ বিষয়ে গুগলের মুখপাত্র জোসে কাস্তানেদা প্যাক্সন পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, গুগল ম্যাপসে গন্তব্যের সঠিক পথনির্দেশনা দেওয়াই গুগলের লক্ষ্য। মামলা সঠিকভাবে পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা উদ্বেগের বিষয়ে জোর দেওয়া হবে।
সূত্র: ইন্ডিয়া টুডে