থ্রেডস অ্যাপ
থ্রেডস অ্যাপ

আইনি জটিলতায় ইউরোপীয় ইউনিয়নে শিগগির চালু হচ্ছে না মেটার থ্রেডস

টুইটারের নতুন প্রতিদ্বন্দ্বী মেটার অ্যাপ ‘থ্রেডস’ আইনি জটিলতার কারণে শিগগিরই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আয়ারল্যান্ডে চালু হচ্ছে না। যুক্তরাজ্যের ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারলেও আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা আইনের কারণে ইউরোপীয় ইউনিয়ন ও আয়ারল্যান্ডে থ্রেডস চালু করা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশনের (ডিপিসি) একজন মুখপাত্র জানিয়েছেন, ‘মেটার নতুন অ্যাপটি চালুর বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এই মুহূর্তে ইইউতে অ্যাপটি চালু হচ্ছে না।’

জানা গেছে, মেটার থ্রেডস অ্যাপ ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত থাকায় ইনস্টাগ্রাম থেকে ব্যবহারকারীর স্বাস্থ্য, আর্থিক, ব্রাউজিং ইতিহাস, অবস্থান, কেনাকাটা, কন্ট্যাক্ট, সার্চ ইতিহাসসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে। ইইউভুক্ত দেশগুলোয় জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন বা জিডিপিআর নামের একটি আইন রয়েছে। গোপনীয়তা সুরক্ষার জন্য তৈরি এই আইনে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহে বিধিনিষেধ রয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের আইনের স্পষ্টতা নিয়ে মেটা কিছুটা সন্দিহান। এ আইনের কারণেই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোয় বিজ্ঞাপন–সেবা বন্ধ রয়েছে হোয়াটসঅ্যাপের। কারণ, বিজ্ঞাপনের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে মেটার মালিকানাধীন অ্যাপটি। তাই এ জটিলতা কাটিয়ে ইইউ ও আয়ারল্যান্ডে কবে নাগাদ থ্রেডস অ্যাপ উন্মুক্ত করা হবে, তা এখনো স্পষ্ট নয়।
সূত্র: ইনডিপেনডেন্ট