ফাস্ট কোম্পানির তালিকা

এশিয়ার সেরা উদ্ভাবনী প্রতিষ্ঠানের একটি বাংলাদেশের ‘শপআপ’

বিশ্ববিখ্যাত মার্কিন সাময়িকী ফাস্ট কোম্পানি ২০২৩ সালে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা উদ্ভাবনী প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে। ‘দ্য ১০ মোস্ট ইনোভেটিভ এশিয়া-প্যাসিফিক কোম্পানিজ অব ২০২৩’ শিরোনামের এ তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্টার্টআপ প্রতিষ্ঠান ‘শপআপ’। তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরি করা চীনা প্রতিষ্ঠান বিওয়াইডি এবং ইন্দোনেশিয়ার স্ট্রিমিং প্রতিষ্ঠান ভিডিও।

নিজ নিজ খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিতে এ বছর কনজ্যুমার ইলেকট্রনিকস, ফিন্যান্স, ব্লক চেইন, ক্রিপ্টোকারেন্সি, মেটাভার্স অ্যান্ড ওয়েব থ্রি, হেলথ কেয়ার, ডেটা সায়েন্স, লাতিন আমেরিকা, মেডিকেল ডিভাইসসহ বিভিন্ন বিভাগে সেরা প্রতিষ্ঠানগুলোর আলাদা তালিকা প্রকাশ করে ফাস্ট কোম্পানি। এসব তালিকায় বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইর নামও রয়েছে।

এশিয়ার সেরা উদ্ভাবনী প্রতিষ্ঠানের তালিকায় স্থান পাওয়ার বিষয়ে শপআপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান বলেন, ‘আমরা এই স্বীকৃতি পেয়ে আনন্দিত। বাংলাদেশ একটি সম্ভাবনাময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। স্থানীয় সমস্যার সমাধান করা দেশের সব স্টার্টআপ প্রতিষ্ঠানই আমাদের অন্যতম অনুপ্রেরণা।’

শপআপের ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের পরিচালক রাকিবুদ্দৌলা চৌধুরী বলেন, ‘বেশ কয়েক মাস আগে ফাস্ট কোম্পানির কাছে আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রমের তথ্য পাঠানো হয়েছিল। এরপর বিচারকদের মাধ্যমে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও সম্ভাবনা পর্যালোচনা করে বৈশ্বিক এবং অঞ্চলভেদে সেরা প্রতিষ্ঠানগুলোর এই তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানের অবস্থানভেদে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তালিকায় শপআপকে নির্বাচিত করা হয়েছে, যা আমাদের জন্য প্রাসঙ্গিক।’

শপআপ মূলত প্রযুক্তির মাধ্যমে দেশব্যাপী ক্ষুদ্র-মাঝারি খুচরা বিক্রেতাদের সেবা দিয়ে থাকে। বর্তমানে শপআপের বাণিজ্যিক প্ল্যাটফর্ম মোকাম ও লজিস্টিক নেটওয়ার্ক রেডএক্স দেশের প্রায় দুই কোটি মানুষের কাছে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে। স্থানীয় খাবার সরবরাহ ব্যবস্থার বিভিন্ন সমস্যা সমাধানেও কাজ করছে প্রতিষ্ঠানটি।