আইবিএম ৬৫০ কম্পিউটারের ঘোষণা

২ জুলাই ১৯৫৩

ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন তাদের ৬৫০ সিরিজের কম্পিউটারের ঘোষণা দেয়।

২ জুলাই ২০০১

মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ব্র্যাম কোহেন প্রথমবারের মতো বিটটরেন্ট সবার সামনে নিয়ে আসেন।

আইবিএম ৬৫০ কম্পিউটার

২ জুলাই ১৯৫৩
আইবিএমের মডেল ৬৫০ কম্পিউটারের ঘোষণা
ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন তাদের ৬৫০ সিরিজের কম্পিউটারের ঘোষণা দেয়। আইবিএম ৬৫০ ঘূর্ণায়মান চৌম্বকীয় ড্রামে তথ্য ধারণ করতে পারত। এটি প্রোগ্রাম করা পাঞ্চকার্ডও পড়তে পারত। এই কম্পিউটার দশমিকের পর ১০টি পর্যন্ত সংখ্যার হিসাব বের করতে পারত।

ব্র্যাম কোহেন

২ জুলাই ২০০১
এল বিটটরেন্ট
মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ব্র্যাম কোহেন প্রথমবারের মতো বিটটরেন্ট সবার সামনে নিয়ে আসেন। এটি ইন্টারনেট যোগাযোগের প্রথম পিয়ার–টু–পিয়ার ফাইল ভাগাভাগি বা আদান–প্রদানের প্রটোকল। বিটটরেন্ট দিয়ে ব্যবহারকারী বিকেন্দ্রীকরণ রীতিতে ইন্টারনেটের মাধ্যমে তথ্য (ডেটা) ও ইলেকট্রনিক ফাইল আদান–প্রদান করতে পারেন। ফাইল পাঠাতে ও গ্রহণ করতে ব্যবহারকারীকে ইন্টারনেটে সংযুক্ত কম্পিউটারে বিটটরেন্ট ব্যবহার করতে হয়।

বিটটরেন্টের লোগো

ব্র্যাম কোহেনের জন্ম ১৯৭৫ সালের ১২ অক্টোবর। তিনি বিটটরেন্ট প্রটোকলের প্রোগ্রামার। তিনি কোডকনের সহপ্রতিষ্ঠাতা। কোডকন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর উপকূলে পিটুপি হ্যাকার সমাবেশের আয়োজন করে থাকে। তিনি কোডভিল বইয়ের সহলেখক।

সূত্র: কম্পিউটার হোপ ও কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি