ভার্জিনিয়া রোমেট্টি
ভার্জিনিয়া রোমেট্টি

প্রযুক্তির এই দিনে: ২৯ জুলাই

আইবিএমের প্রথম নারী সিইও ভার্জিনিয়া রোমেট্টির জন্ম

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে জন্মগ্রহণ করেন আইবিএমের প্রথম নারী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভার্জিনিয়া ‘গিনি’ রোমেট্টি।

২৯ জুলাই ১৯৫৭
ভার্জিনিয়া রোমেট্টির জন্ম
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে জন্মগ্রহণ করেন প্রযুক্তি খাতের অন্যতম সফল নির্বাহী এবং আইবিএমের প্রথম নারী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভার্জিনিয়া ‘গিনি’ রোমেট্টি। ২০১৪ সালে তিনি প্রথম নারী হিসেবে আইবিএমের চেয়ারম্যান ও সিইও হিসেবে নিয়োগ পান। ২০২০ সালের ৩১ ডিসেম্বর চার দশকের পেশাজীবন শেষ করে আইবিএম থেকে তিনি অবসর নেন।    

ফরচুন সাময়িকীর ৫০ প্রভাবশালী নারীর তালিকায় টানা আট বছর ছিল ভার্জিনিয়ার নাম। ২০১৪ সালে ফোর্বস সাময়িকীর করা বিশ্বের ১০০ ক্ষমতাশালী নারীর তালিকায়, ২০১২ সালে টাইম ১০০ তালিকায় এবং একই বছর ব্লুমবার্গ মার্কেট সাময়িকীর ৫০ প্রভাবশালী তালিকায় স্থান করে নিয়েছিলেন তিনি। ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও তড়িৎ প্রকৌশলে স্নাতক হন ভার্জিনিয়া রোমেট্টি।

ওয়েবে দূরে থাকা একজনের সঙ্গে গেম খেলার সূচনা

২৯ জুলাই ১৯৯৬
এমপ্যাথের ক্যাটাপাল্ট এন্টারটেইনমেন্ট অধিগ্রহণ
দ্রুত বর্ধমান ইন্টারনেট সফটওয়্যার শিল্পের বড় এক উদাহরণ এই অধিগ্রহণ। এমপ্যাথ ইন্টারঅ্যাকটিভ ক্যাটাপাল্ট এন্টারটেইনমেন্টকে অধিগ্রহণ করেন। অনলাইন ভিডিও গেম ব্যবসায় এমপ্যাথের প্রতিষ্ঠা পাওয়ার একটা প্রচেষ্টা ছিল এটি। এমপ্যাথ ইন্টারঅ্যাকটিভ মাত্র কয়েক বছর বয়সী কোম্পানি ছিল এবং অনলাইন গেমশিল্পেও জড়িত ছিল না। এই দুই প্রতিষ্ঠান মিলে দূরে বসে একই সময়ে দুই বা তার বেশি প্রতদ্বন্দ্বী গেম খেলতে পারে, এমন প্রযুক্তি আনে। এই অধিগ্রহণের ফলে অনলাইন গেম শিল্পের ব্যাপক বিস্তার ঘটে।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি, কম্পিউটার হোপ