অ্যাপল
অ্যাপল

ইউরোপীয় ইউনিয়নে বড় জরিমানার মুখে অ্যাপল

প্রযুক্তি খাতে বড় প্রতিষ্ঠানগুলোর একক আধিপত্য হ্রাস করে সম প্রতিযোগিতা তৈরির জন্য ডিজিটাল মার্কেটস অ্যাক্ট নামের নীতিমালা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। নিরাপদ অনলাইন পরিবেশ তৈরির লক্ষ্যে বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান ও প্ল্যাটফর্মের জন্য বেশ কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে এ নীতিমালায়। এবার ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের নীতিমালা ভঙ্গ করায় প্রথমবারের মতো জরিমানার মুখে পড়তে যাচ্ছে অ্যাপল।

অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ, অ্যাপলের অ্যাপ স্টোরের কারণে অন্য প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের নীতিমালা অনুযায়ী, বড় প্রতিষ্ঠানগুলোকে তৃতীয় পক্ষের অ্যাপ নির্মাতাদের তৈরি অ্যাপ প্রদর্শনের সমান সুযোগ দিতে হবে। কোনো প্রতিষ্ঠান এই নিয়ম ভাঙলে তাদের বার্ষিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে এবং একই অপরাধ বারবার ঘটলে তা ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো যেতে পারে।

গান শোনার অ্যাপ স্পটিফাইয়ের সঙ্গে প্রতিযোগিতাবিরোধী আচরণের অভিযোগে গত মার্চ মাসে অ্যাপলকে ১ দশমিক ৮৪ বিলিয়ন ইউরো (প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার) জরিমানা করে বেলজিয়াম। এ ছাড়া গত জুনে ইইউর নিয়ন্ত্রক সংস্থা অভিযোগ তোলে যে অ্যাপল তাদের অ্যাপ স্টোরের মাধ্যমে প্রতিযোগিতায় বাধা তৈরি করছে, যা ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য বাজারে প্রবেশ কঠিন করে তুলছে।

সূত্র: ইন্ডিয়া টুডে