তরুণ ডেটা–বিজ্ঞানী ও ডেটা প্রকৌশলীদের নিয়ে আয়োজিত ‘রবি ডেটাথন ৩.০’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘এসিআই সার্ভার ডাউন’ দল। সোহাম ইরতিজা, হাসান জহিরুল ইসলাম, তাহসিন ইসলাম ও সাব্বির হোসেনের সমন্বয়ে গড়া দলটি পাঁচ লাখ টাকা পুরস্কার পেয়েছে। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছে যথাক্রমে ‘ইয়েলো কিং’ ও ‘বিগ ডেটা এআই ডেটা সায়েন্স’ দল। পুরস্কার হিসেবে দল দুটি পেয়েছে যথাক্রমে তিন ও দুই লাখ টাকার পুরস্কার। ‘ইয়েলো কিং’ দলের সদস্যরা হলেন খন্দকার সালমান সায়েদ, তানজিম আজওয়াদ জামান, আব্দুর রাফি, আনোয়ারুল বশির ও আবু হুমায়েদ আজিম। ‘বিগ ডেটা এআই ডেটা সায়েন্স’ দলের সদস্যরা হলেন ফাহিম বিন আফজাল ও মুরসালিন হাবিব। গতকাল সোমবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান রবি আয়োজিত এ প্রতিযোগিতা গত ২৪ মে শুরু হয়। চলে টানা ৪৮ ঘণ্টা। প্রতিযোগিতার প্রাথমিক পর্বে সাড়ে তিন হাজার প্রতিযোগী অংশ নিলেও চূড়ান্ত আসরে ২৩টি দলের ৯৯ জন প্রতিযোগী অংশ নেন। ডেটাথন মূলত ৪৮ ঘণ্টার ম্যারাথন প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগীরা বিভিন্ন তথ্য-উপাত্ত কাজে লাগিয়ে প্রযুক্তিভিত্তিক সমস্যার সমাধান খুঁজে বের করেন। মেশিন লার্নিং প্রযুক্তিতে নিজেদের দক্ষতাও প্রমাণ করেন তাঁরা। এরপর দেশ-বিদেশের ডেটাবিজ্ঞান বিশেষজ্ঞদের মাধ্যমে সমাধানগুলো মূল্যায়ন করে বিজয়ী দল নির্বাচন করেছে রবি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতার সেরা দশটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ তথ্যপ্রযুক্তিবিষয়ক বিভিন্ন সেবা উদ্ভাবনের জন্য মানসম্পন্ন ধারণা দিতে পারলে প্রতিযোগীদের ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া নিজেদের পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে সফল উদ্ভাবনী উদ্যোগ (স্টার্টআপ) বাস্তবায়নের জন্য ৫০ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগেরও ঘোষণা দেন তিনি।
রবির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠী বলেন, নতুন পৃথিবীতে তথ্য তেলের মতোই মূল্যবান। ডেটাবিজ্ঞানীরা তথ্য প্রক্রিয়া করলে তা মূল্যবান হয়ে ওঠে। আজকের বিজয়ীরা সে কাজই করেছেন। অসাধারণ দক্ষতা প্রদর্শন করে সেরা দলগুলো ডেটাথন প্রতিযোগিতার মান আরও এক ধাপ ওপরে তুলেছেন।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম, রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ ও ক্রিকেটার তামিম ইকবাল উপস্থিত ছিলেন।