ইলন মাস্ক
ইলন মাস্ক

এক্স ও স্পেসএক্সের সদর দপ্তর সরিয়ে নিচ্ছেন ইলন মাস্ক, কেন জানেন

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। টেসলা, স্পেসএক্সসহ খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক তিনি। বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার জন্য আলোচিত ইলন মাস্ক এবার হঠাৎ করেই স্পেসএক্স ও এক্সের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া থেকে সরিয়ে টেক্সাসে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি ক্যালিফোর্নিয়াতে পাশ হওয়া নতুন একটি আইনের কারণে স্পেসএক্স ও এক্সের সদর দপ্তর স্থানান্তর করছেন তিনি।

ক্যালিফোর্নিয়ার নতুন আইনে বলা হয়েছে, সন্তানের লিঙ্গপরিচয় পরিবর্তনের বিষয়ে অভিভাবকদের জানাতে বিদ্যালয়ের শিক্ষকদের বাধ্য করা যাবে না। ইলন মাস্কের প্রাপ্তবয়স্ক ট্রান্সজেন্ডার মেয়ে থাকায় তিনি মনে করেন, নতুন এই আইনের কারণে পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর আক্রমণ বাড়বে। এ বিষয়ে এক্স বার্তায় তিনি জানান, এই আইনসহ আগের আইনের কারণে পরিবার ও প্রতিষ্ঠানে হামলা বেশি হবে। তাই স্পেসএক্স ও এক্সের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে স্থানান্তর করা হবে।

টেক্সাসে করপোরেট কর বা আয়কর নেই। রক্ষণশীল রাজনীতির জন্যও পরিচিত অঙ্গরাজ্যটি। তাই ২০২১ সালে টেসলার সদর দপ্তর সিলিকন ভ্যালির পালো অল্টো থেকে টেক্সাসের অস্টিনে স্থানান্তর করেন ইলন মাস্ক। নিজের বাসস্থানও ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে নিয়ে যান তিনি।

সূত্র: আল–জাজিরা