চালু হওয়ার কয়েক সেকেন্ড আগে মহাকাশযান (স্পেস শাটল) ডিসকভারির ইঞ্জিন বন্ধ করে দেয় কম্পিউটার।
৪ আগস্ট ১৯৮৮
কম্পিউটার বন্ধ করে দিল মহাকাশযান ডিসকভারির উড্ডয়ন
চালু হওয়ার কয়েক সেকেন্ড আগে মহাকাশযান (স্পেস শাটল) ডিসকভারির ইঞ্জিন বন্ধ করে দেয় কম্পিউটার। উড্ডয়নের চূড়ান্ত প্রস্তুতির সময় এ ঘটনা ঘটে। এই শাটলের ইঞ্জিনের একটি ভালভ যথাযথ দ্রুততার সঙ্গে বন্ধ হচ্ছে না বলে ধরা পড়ে এর কম্পিউটারাইজড কন্ট্রোলারের কাছে। এ ছাড়া শাটলের তিনটি ইঞ্জিনের প্রধান যন্ত্রাংশ যথাযথভাবে কম্পিউটারের নির্দেশ পালন করতে পারছে না। তখন কম্পিউটার থেকে তিন ইঞ্জিনেই স্বয়ংক্রিয়ভাবে ‘নট টু ফায়ার’ নির্দেশনা আসে এবং সেগুলো বন্ধ হয়ে যায়।
এই পরীক্ষা ও কম্পিউটার সিস্টেম ডিসকভারির নিরাপত্তার জন্যই ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। সেদিন কম্পিউটার থামিয়ে না দিলে সেটি হতো ১৯৮৬ সালে নাসার মহাকাশযান চ্যালেঞ্জার বিস্ফোরণের পর ডিসকভারির প্রথম উড্ডয়ন।
৪ আগস্ট ১৯৯৫
অনলাইনে ইবে ডটকম চালু
অনলাইনভিত্তিক নিলামের জনপ্রিয় ওয়েবসাইট ইবে ডটকম অনলাইনে চালু হয়। ইবে ইনকরপোরেটেড এই সাইটের মালিক। যুক্তরাষ্ট্রভিত্তিক ইবে এখন বহুজাতিক ই–কমার্স প্রতিষ্ঠান।
১৯৯৫ সালে ফ্রান্সে জন্ম নেওয়া ইরানি–মার্কিন বংশোদ্ভূত কম্পিউটার প্রোগ্রামার পিয়েরা ওমিজা ইবে প্রতিষ্ঠা করেন। এখন তিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। ২০১৯ সালের তথ্য অনুসারে ৩২টি দেশে ইবের কার্যক্রম চলে। ক্রেতারা ইবে ওয়েবসাইট বিনা মূল্যে ব্যবহার করতে পারেন। কিন্তু বিক্রেতাদের নির্দিষ্ট ফি দিয়ে এই সাইটে পণ্য তুলতে হয়। পণ্য বিক্রি হয়ে গেলে আবার আলাদা ফি দিতে হয় বিক্রেতাদের।
প্রথমে নিলামের মাধ্যমে ইবেতে পণ্য কেনাবেচা হতো। পরে ‘এখনই কেনা যাবে’ এমন সুবিধা দেওয়া হয়। ২০১৮ সালের ২৫ জুলাই থেকে বিভিন্ন আয়োজনের টিকিট বিক্রি হয় ইবেতে।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি ও উইকিপিডিয়া