বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে ‘মুজিব ভাই’ অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প। আজ শুক্রবার সকালে রাজধানীর সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে অ্যানিমেশন চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। এ সময় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, চলচ্চিত্রটির পরিচালক চন্দন কুমার বর্মন, সোহেল মোহাম্মদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অ্যানিমেশন চলচ্চিত্রটিতে মা-বাবার আদরের খোকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে বাংলার মানুষের কাছে ‘মুজিব ভাই’ হয়ে উঠলেন, তা জানানোর পাশাপাশি তাঁর জীবনসংগ্রাম সংক্ষেপে তুলে ধরা হয়েছে। অ্যানিমেশনের মাধ্যমে তৈরি হওয়ায় সব বয়সী দর্শকেরা সহজেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে সহজে জানতে পারবেন। চলচ্চিত্রটির অ্যানিমেশন তৈরি করেছে টেকনোম্যাজিক প্রাইভেট লিমিটেড ও হাইপার ট্যাগ লিমিটেড। চলচ্চিত্রটি শিগগিরই বিভিন্ন সিনেপ্লেক্স, ওটিটি প্ল্যাটফর্ম এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখা যাবে।