ফ্রিল্যান্সিং

আপওয়ার্কে সফল হতে যে পরামর্শ কাজে লাগবে

অনলাইনে ফ্রিল্যান্স কাজ পাওয়ার ওয়েবসাইটগুলোর (অনলাইন মার্কেটপ্লেস) মধ্যে আপওয়ার্ক সবচেয়ে জনপ্রিয়। আপওয়ার্কে নিয়মিত প্রচুর ফ্রিল্যান্সার যুক্ত হন। তবে এর নিয়মাবলি বেশ কঠিন। ফলে আপওয়ার্কে ফ্রিল্যান্সার হিসেবে কাজ পাওয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। তবে কাজদাতা বা ক্লায়েন্টদের কাছে সঠিকভাবে নিজেকে উপস্থাপন করতে পারলে আপওয়ার্কে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব। আপওয়ার্কে সফল হওয়ার পরামর্শ দিয়েছেন কনটেন্ট মার্কেটার জোভানা জোরিক। আপওয়ার্কে সফল হওয়ার কৌশলগুলো থাকছে এই প্রতিবেদনে।

প্রোফাইলে সঠিকভাবে তথ্য লিখতে হবে

ক্লায়েন্টরা কাজ দেওয়ার আগে ফ্রিল্যান্সারদের প্রোফাইলে থাকা তথ্য দেখেন। আর তাই প্রোফাইলের শুরুতে প্রাসঙ্গিক এবং কার্যকর তথ্যগুলো লিখতে হবে। প্রোফাইলের বর্ণনা পড়ে ক্লায়েন্টদের আকৃষ্ট করার জন্য নিজের দক্ষতার বিষয়গুলো অল্প কথায় তুলে ধরতে হবে। প্রোফাইলের বর্ণনায় গতানুগতিক তথ্য লেখা যাবে না।

ক্লায়েন্ট নির্বাচনে সতর্কতা

অনলাইনে সব ক্লায়েন্টের সঙ্গে কাজের অভিজ্ঞতা সুখকর হয় না। তাই কাজ শুরুর আগে ক্লায়েন্ট সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে হবে। এ ক্ষেত্রে প্রথমে আপওয়ার্কে ক্লায়েন্টের রেটিং, অর্থ পরিশোধের পদ্ধতি, আপওয়ার্কে আগে কোনো কাজ করিয়েছেন কি না, কাজ দেওয়ার ইতিহাসসহ ক্লায়েন্ট সম্পর্কে অন্য ফ্রিল্যান্সারদের মতামত জানতে হবে।

কভার লেটার লেখা

আপওয়ার্কে কাজ পাওয়ার ক্ষেত্রে কভার লেটারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই একই কভার লেটার সব ক্লায়েন্টের কাছে পাঠানো যাবে না। এ জন্য কাজের ধরন এবং ক্লায়েন্টভেদে কভার লেটার লেখার চর্চা করতে হবে। সব সময় ক্লায়েন্টের নাম উল্লেখ করে কভার লেটার লিখতে হবে। কাজ পাওয়ার জন্য নিজের যোগ্যতা বা উল্লেখযোগ্য দিকগুলো কভার লেটারে ভালোভাবে লিখতে হবে।

আপওয়ার্কের নিয়মাবলি মেনে চলা

আপওয়ার্কে কাজের নিয়মগুলো খুবই কঠিন এবং এগুলো বেশ গুরুত্বের সঙ্গে মেনে চলা হয়। নিয়ম অনুসরণ না করলে আপওয়ার্কে কাজ করার সুযোগ হারাতে পারেন। তাই কখনো আপওয়ার্কের বাইরে অন্য কোনো মাধ্যমে ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ বা অর্থ লেনদেন করবেন না। ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করতেও প্ল্যাটফর্মটি ব্যবহার করুন।

নিজের ওপর আত্মবিশ্বাস

ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার জন্য নিজের ওপর আত্মবিশ্বাস রাখা জরুরি। যাঁরা আপওয়ার্কে নতুন কাজ শুরু করেন, তাঁদের কম পারিশ্রমিকে কাজ করার প্রবণতা থাকে। অনেকে মনে করেন, কম পারিশ্রমিকে কাজ করলে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু কাজের মানের সঙ্গে কম পারিশ্রমিক বা স্থান সম্পর্কিত নয়। ভালো কাজের জন্য পারিশ্রমিকও বেশি হয়। ফলে নিজের কাজের ওপর আত্মবিশ্বাস রাখুন।