জ্যাক কিলবি উদ্ভাবিত প্রথম ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) প্রদর্শন করে টেক্সাস ইনস্ট্রুমেন্ট।
নজিরবিহীন ১৫ মিনিটের সরাসরি এক সম্প্রচারে যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ চন্দ্রপৃষ্ঠের সঙ্গে প্রথমবারের মতো কোনো চন্দ্রযানের সংঘর্ষ প্রত্যক্ষ করেন।
২৪ মার্চ ১৯৫৯
জ্যাক কিলবি উদ্ভাবিত আইসি দেখাল টেক্সাস ইনস্ট্রুমেন্টস
জ্যাক কিলবি উদ্ভাবিত প্রথম ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) প্রদর্শন করে টেক্সাস ইনস্ট্রুমেন্ট। জ্যাক কিলবি প্রমাণ করেছেন, রেজিস্টর ও ক্যাপাসিটর আধা পরিবাহী (সেমিকন্ডাক্টর) উপাদানের একই তলে কাজ করতে পারে। কিলবির সার্কিটে জারমেনিয়ামসহ পাঁচটি উপকরণ তারের মাধ্যমে যুক্ত ছিল।
জ্যাক কিলবির আইসি দেখানোর কয়েক মাসের মধ্যেই ফেয়ারচাইল্ড সেমিকন্ডাক্টরের রবার্ট নয়েস আইসির পেটেন্ট-স্বত্বের জন্য আবেদন করেন। নয়েস বাণিজ্যিকভাবে সফল হতে পারে, এমন প্রযুক্তির আইসি তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত কিলবি ও নয়েস—দুজনকেই আইসির উদ্ভাবকের স্বীকৃতি দেওয়া হয়।
২৪ মার্চ ১৯৬৫
চাঁদে চন্দ্রযানের প্রথম সংঘর্ষ দেখল লাখ লাখ মানুষ
নজিরবিহীন ১৫ মিনিটের সরাসরি সম্প্রচারে যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ চন্দ্রপৃষ্ঠের সঙ্গে প্রথমবারের মতো কোনো চন্দ্রযানের সংঘর্ষ প্রত্যক্ষ করেন। চালকবিহীন র্যাঞ্জার-৯ নামের এই চন্দ্রযান পাঠিয়েছিল মার্কিন মহাকাশ সংস্থা নাসা। স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে দর্শকেরা টেলিভিশন চালু করে দেখতে পান র্যাঞ্জার-৯ চাঁদের এক হাজার ৪৬৮ মাইল (২ হাজার ৩৬৩ কিলোমিটার) ওপর থেকে চন্দ্রপৃষ্ঠের দিকে ধেয়ে যাচ্ছে। এরপর দ্রুতই র্যাঞ্জার-৯ যানকে চন্দ্রপৃষ্ঠের কেন্দ্রের কাছাকাছি অ্যালফোনসাসে আঘাত হেনে বিধ্বস্ত হতে দেখা যায়।