চীনের বেইজিংয়ে চলছে ওয়ার্ল্ড রোবট সম্মেলন। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ সম্মেলন চলবে ২১ আগস্ট পর্যন্ত। চার দিনের এ সম্মেলনে নিজেদের তৈরি রোবট প্রদর্শন করছে বিভিন্ন প্রতিষ্ঠান। মানুষের আদলে তৈরি রোবটের পাশাপাশি নির্মাণপ্রতিষ্ঠানের উপযোগী রোবটেরও দেখা মিলেছে সম্মেলনে। এমনই কয়েকটি রোবটের কার্যক্রম দেখে নেওয়া যাক।
ছবি১: অতিথিদের সঙ্গে করমর্দন করছে রোবট।
ছবি২: ছবি আঁকছে এক রোবট।
ছবি৩: হুবহু মানুষের চেহারার রোবট (ডানে)।
ছবি৪: প্রদর্শনী কেন্দ্র ঘুরে দেখছে কুকুরের আদলে তৈরি রোবটটি।
ছবি৫: রোবটের সঙ্গে দাবা খেলছেন এক দর্শনার্থী।
ছবি৬: বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার উপযোগী রোবট দেখছে দুই শিশু।