চীনের বেইজিংয়ে চলা ওয়ার্ল্ড রোবট সম্মেলনে রোবটকে আদর করছেন দর্শনার্থীরা
চীনের বেইজিংয়ে চলা ওয়ার্ল্ড রোবট সম্মেলনে রোবটকে আদর করছেন দর্শনার্থীরা

ফটোফিচার

ছবিতে রোবট সম্মেলন

চীনের বেইজিংয়ে চলছে ওয়ার্ল্ড রোবট সম্মেলন। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ সম্মেলন চলবে ২১ আগস্ট পর্যন্ত। চার দিনের এ সম্মেলনে নিজেদের তৈরি রোবট প্রদর্শন করছে বিভিন্ন প্রতিষ্ঠান। মানুষের আদলে তৈরি রোবটের পাশাপাশি নির্মাণপ্রতিষ্ঠানের উপযোগী রোবটেরও দেখা মিলেছে সম্মেলনে। এমনই কয়েকটি রোবটের কার্যক্রম দেখে নেওয়া যাক।

ছবি১: অতিথিদের সঙ্গে করমর্দন করছে রোবট।

ছবি২: ছবি আঁকছে এক রোবট।

ছবি৩: হুবহু মানুষের চেহারার রোবট (ডানে)।

ছবি৪: প্রদর্শনী কেন্দ্র ঘুরে দেখছে কুকুরের আদলে তৈরি রোবটটি।

ছবি৫: রোবটের সঙ্গে দাবা খেলছেন এক দর্শনার্থী।

ছবি৬: বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার উপযোগী রোবট দেখছে দুই শিশু।