ব্যবহারকারীর ই–মেইল ঠিকানা হ্যাকের অভিযোগ নাকচ টুইটারের

টুইটার
ফাইল ছবি

টুইটার ব্যবহারকারীদের ই–মেইল ঠিকানা হ্যাক হয়েছে, এমন অভিযোগ অস্বীকার করেছে প্ল্যাটফর্মটি। এর আগে প্ল্যাটফর্মটির বিপুলসংখ্যক ব্যবহারকারীর ই–মেইল ঠিকানা ফাঁস হয়েছে বলে অভিযোগ ওঠে।

এই বিষয় নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছে টুইটার। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, টুইটারের সিস্টেম ফ্লো থেকে ই–মেইল ঠিকানায় ডাটা পাওয়া গেছে, এমন অভিযোগের কোনো প্রমাণ নেই। বরং এ ডাটাগুলো আগে থেকে অনলাইনে ছিল।

হ্যাডসন রক নামের যে প্রতিষ্ঠানটি ই–মেইল হ্যাকের অভিযোগ তুলেছে, তারা টুইটারের পর্যবেক্ষণকে প্রতিহত করেছে। সাইবার ক্রাইম ইনটেলিজেন্স প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা অ্যালন গ্যাল ফাঁস হওয়া তথ্যের ওপর নিরাপত্তা গবেষকদের নিরীক্ষা চালানোর ওপর জোর দিয়ে বলেন, টুইটার তাদের সার্ভার থেকে তথ্য বেহাত হওয়ার অবস্থান বিবেচনাধীন নয়।

এর আগে ইউরোপের নিয়ন্ত্রক সংস্থা আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশন ডিপিসি টুইটারের ৫ দশমিক ৪ মিলিয়ন অ্যাকাউন্টের তথ্য বেহাত হওয়ার অভিযোগের অনুসন্ধানের ঘোষণা দেয়।

গত সপ্তাহে টুইটারের ২০ কোটি ব্যবহারকারীর ই-মেইল হ্যাক হওয়ার অভিযোগ ওঠে।