মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গত মার্চ মাসে বার্ড (বিএআরডি) নামের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট উন্মুক্ত করেছে গুগল। এবার কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় নিজের অবস্থান শক্তিশালী করতে ‘এক্সএআই’ নামের প্রতিষ্ঠান চালু করেছেন টুইটারের মালিক ইলন মাস্ক। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো মহাবিশ্বকে জানা। এর বাইরে প্রতিষ্ঠানটি সম্পর্কে আর কোনো তথ্য জানানো হয়নি। আগামীকাল শুক্রবার প্রতিষ্ঠানটির কাজের ধরন এবং পরিকল্পনা বিষয়ে কর্মীদের বিস্তারিত তথ্য জানানো হবে।
এক্সএআই প্রতিষ্ঠানের নেতৃত্ব দেবেন ইলন মাস্ক। ডিপমাইন্ড, ওপেন এআই, গুগল রিসার্চ, মাইক্রোসফট রিসার্চ, টেসলা এবং টরেন্টো বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মীদের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে প্রতিষ্ঠানটি। এসব কর্মীদের অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর আলফা স্টার, আলফা কোড, ইনসেপশন, মিনেরভা, জিপিটি ৩.৫ এবং জিপিটি ৪ প্রযুক্তি উন্নয়নে নেতৃত্ব দিয়েছেন।
জানা গেছে, এক্সএআইয়ের সঙ্গে ইলন মাস্কের অপর প্রযুক্তিপ্রতিষ্ঠান এক্স করপোরেশনের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আলাদাভাবে কাজ করবে দুটি প্রতিষ্ঠান। তবে ইলন মাস্কের মালিকানাধীন টুইটার, টেসলা এবং অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য বিভিন্ন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে এক্সএআই। প্রতিষ্ঠানটিতে পরামর্শক হিসেবে কাজ করছেন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ‘সেন্টার ফর এআই’-এর প্রধান ড্যান হেন্ড্রিকস।
সূত্র: গ্যাজেটস নাউ