ভারতে অ্যাপলের রিটেইল স্টোরের সামনে অ্যাপলপ্রেমীদের ভিড়
ভারতে অ্যাপলের রিটেইল স্টোরের সামনে অ্যাপলপ্রেমীদের ভিড়

ফটোফিচার

ভারতে অ্যাপল স্টোর উদ্বোধন করলেন টিম কুক

আজ মঙ্গলবার সকালে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে প্রথমবারের মতো নিজেদের রিটেইল স্টোর চালু করেছে অ্যাপল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। ছবিতে দেখে নেওয়া যাক অ্যাপল স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানের উল্লেখযোগ্য মুহূর্তগুলো—

ছবি১: অ্যাপল স্টোরের প্রধান ফটকে এসে অ্যাপলপ্রেমীদের উদ্দেশে হাত নাড়ছেন টিম কুক।

ছবি২: অ্যাপলপ্রেমীদের সঙ্গে সেলফি তুলছেন টিম কুক।

ছবি৩: অ্যাপলপ্রেমীদের ভিড়েও হাস্যোজ্জ্বল টিম কুক।

ছবি৪: অ্যাপলপ্রেমীর হাতে পুরোনো মডেলের ম্যাকিনটোশ এসই কম্পিউটার দেখে বিস্মিত টিম কুক।

ছবি৫: ভক্তের আঁকা নিজের স্কেচ হাতে টিম কুক।

সূত্র: এএফপি