গ্রেস মারি হপার
গ্রেস মারি হপার

প্রযুক্তির এই দিনে: ৯ ডিসেম্বর

কম্পিউটারের অন্যতম পথিকৃৎ গ্রেস হপারের জন্ম

কম্পিউটার প্রযুক্তির অন্যতম নারী পথিকৃৎ গ্রেস মারি হপার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন।

৯ ডিসেম্বর ১৯০৬
কম্পিউটার পথিকৃৎ গ্রেস হপারের জন্ম
কম্পিউটার প্রযুক্তির অন্যতম নারী পথিকৃৎ গ্রেস মারি হপার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। হার্ভার্ড মার্ক-২ কম্পিউটার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন মার্কিন নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল গ্রেস হপার। তিনি প্রথম প্রোগ্রামিং ত্রুটি ‘বাগ’ আবিষ্কার করেন। সেই সময় পাঞ্চ কার্ডে কম্পিউটার প্রোগ্রামিং করা হতো। একটি প্রোগ্রাম ঠিকমতো কাজ না করার কারণ খুঁজতে গিয়ে গ্রেস হপার পাঞ্চ কার্ডে পোকা বা বাগ (মথ) আবিষ্কার করেন। সেই থেকে প্রোগ্রামিং ত্রুটি বোঝাতে বাগ শব্দ ব্যবহার করা হয়, যা এখনো প্রচলিত। গ্রেস হপার প্রথম কমপ্লাইয়ার এ–০ তৈরি করেন। তিনি কোবোল প্রোগ্রামিং ভাষারও উন্নয়ন করেন।

মার্কিন রণতরি ‘ইউএসএস হপার’

১৯৯২ সালের ১ জানুয়ারি মারা যান গ্রেস হপার। তাঁকে সম্মান জানাতে ১৯৯৭ সালের মাঝামাঝি সময় মার্কিন নৌবাহিনীর একটি রণতরির নামকরণ করা হয় ‘ইউএসএস হপার’।

ডগলাস কার্ল এঙ্গেলবার্ট

৯ ডিসেম্বর ১৯৬৮
মাউসসহ নতুন কিছু প্রযুক্তি দেখালেন ডগলাস এঙ্গেলবার্ট
প্রযুক্তি প্রতিষ্ঠান জেরক্স পার্কের প্রকৌশলী ডগলাস কার্ল এঙ্গেলবার্ট কম্পিউটার মাউসের উদ্ভাবক। ১৯৬৮ সালের ৯ ডিসেম্বর তিনি বেশ কিছু যন্ত্র ও প্রযুক্তি–ধারণা প্রদর্শন করেন। এগুলোর মধ্যে ছিল মাউস নিয়ন্ত্রিত গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (জিইউআই), ভিডিও কনফারেন্সিং ও হাইপার টেক্সটি। ডগলাসের এসব উদ্ভাবনকে আধুনিক কম্পিউটারের মূল ভিত্তি হিসেবে ধরা হয়। ১৯২৫ সালের ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে জন্মগ্রহণ করেন ডগলাস এঙ্গেলবার্ট। মারা যান ২০১৩ সালের ২ জুলাই।