আইফোনের ব্যাটারির ক্ষমতা কমে যাওয়ার অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী
আইফোনের ব্যাটারির ক্ষমতা কমে যাওয়ার অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী

আইফোনে অদ্ভুত সমস্যা, হঠাৎ কমে গেছে ব্যাটারির ক্ষমতা

আগামী সেপ্টেম্বর মাসে আইফোন ১৫ সিরিজ উন্মুক্ত করতে পারে অ্যাপল। কিন্তু নতুন আইফোন উন্মুক্তের মাত্র এক মাস আগে আইফোনের ব্যাটারির ক্ষমতা হঠাৎ কমে যাওয়ার অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। ফলে অ্যাপলের ‘ব্যাটারিগেট’ কেলেঙ্কারির কথা নতুন করে আলোচনায় উঠে এসেছে। ২০১৬ সালে নতুন মডেলের আইফোন বাজারে আনার আগে আইফোন ৬ মডেলের গতি ও ব্যাটারির ক্ষমতা কমিয়ে দিয়েছিল অ্যাপল। ২০১৭ সালে এ অভিযোগ স্বীকার করে নেয় প্রতিষ্ঠানটি। ঘটনাটি ‘ব্যাটারিগেট’ কেলেঙ্কারি হিসেবে প্রযুক্তিবিশ্বে পরিচিত হয়ে ওঠে।

স্যাম কোহল নামের এক ব্যক্তি খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, তাঁর ব্যবহৃত আইফোন ১৪ প্রোর ব্যাটারির ক্ষমতা ৯০ শতাংশের নিচে নেমে গেছে। আর তাই এই মডেলের আইফোন কেনার জন্য তিনি কাউকে পরামর্শ দেবেন না। ৯৯৯ মার্কিন ডলার দিয়ে কিনে এমন অভিজ্ঞতা অনাকাঙ্ক্ষিত। তাঁর বার্তা পড়ে অনেকেই একই রকম অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত দুই বছর ব্যবহারের পর আইফোনের ব্যাটারির ক্ষমতা কমে যায়। কিন্তু গত সেপ্টেম্বরে বাজারে আসা আইফোন ১৪ প্রো মডেলের দুটি ফোনের ব্যাটারির ক্ষমতা ৯৩ ও ৯১ শতাংশ প্রদর্শন করছে।

আইফোনের ব্যাটারির ক্ষমতা কমে গেছে ওয়ালস্ট্রিটের সাংবাদিক জোয়ানা স্টার্নেরও। তিনি জানিয়েছেন, তাঁর ব্যবহৃত আইফোন ১৪–এর ব্যাটারির ক্ষমতা বর্তমানে ৮৮ শতাংশ দেখা যাচ্ছে।

আইফোন ব্যবহারকারীদের ধারণা, নতুন সংস্করণের আইফোন বাজারে এলে বা আসার আগে অ্যাপলই পুরোনো আইফোনের সফটওয়্যারের গতি বা ব্যাটারির ক্ষমতা কমিয়ে দেয়। এ কারণে ব্যবহারকারীরা বাধ্য হন নতুন সংস্করণের আইফোন কিনতে। তবে ব্যবহারকারীদের অভিযোগ অস্বীকার করে অ্যাপল জানিয়েছে, ৫০০ বার চার্জ করার পর আইফোনের ব্যাটারির ক্ষমতা ৮০ শতাংশে নেমে আসে।

সূত্র: দ্য ভার্জ