জনাথন রটেনবার্গ
জনাথন রটেনবার্গ

প্রযুক্তির এই দিনে: ১২ ফেব্রুয়ারি

বোস্টন কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠা করলেন তরুণ রটেনবার্গ

তরুণ কম্পিউটারপ্রেমী জনাথন রটেনবার্গ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে বোস্টন কম্পিউটার সোসাইটি (বিসিএস) প্রতিষ্ঠা করেন। পরে বোস্টন কম্পিউটার সোসাইটি বিশ্বের পারসোনাল কম্পিউটার ব্যবহারকারীদের সবচেয়ে বড় সংগঠনে পরিণত হয়।

১২ ফেব্রুয়ারি ১৯৭৭
বোস্টন কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠা করলেন রটেনবার্গ
সেই সময়ের তরুণ কম্পিউটারপ্রেমী জনাথন রটেনবার্গ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে বোস্টন কম্পিউটার সোসাইটি (বিসিএস) প্রতিষ্ঠা করেন। পরে বোস্টন কম্পিউটার সোসাইটি বিশ্বের পারসোনাল কম্পিউটার ব্যবহারকারীদের সবচেয়ে বড় সংগঠনে পরিণত হয়। এই সংগঠনের প্রথম সভায় চারজন অংশ নেন। পরে বিসিএসের সদস্যসংখ্যা কয়েক হাজার হয়ে যায়। বোস্টন কম্পিউটার সোসাইটির প্রথম দিকে সদস্যরা পারসোনাল কম্পিউটার (পিসি) ও মিনি কম্পিউটার ব্যবহারের নানা বিষয় নিয়ে আলোচনা করতেন।

১৯৮১ সালে বিসিএস আয়োজিত একটি প্রদর্শনীর প্রচারপত্র

জনাথন রটেনবার্গ (জন্ম ২৯ এপ্রিল ১৯৬৩) পেশায় ছিলেন একজন ব্যবস্থাপনা পরামর্শক ও এক্সিকিউটিভ কোচ। তাঁর মেন্টর ছিলেন অ্যাপল ইনকরপোরেটেডের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস। জবসের কাছ থেকে যা শিখেছেন, তা নিয়ে রটেনবার্গ এখন বই লিখছেন।

ক্যাথলিন অ্যানটোনিলি। ১৯৩৮

১২ ফেব্রুয়ারি ১৯২১
কম্পিউটারের অন্যতম নারী পথিকৃৎ ক্যাথলিন অ্যানটোনিলির জন্ম
পৃথিবীর প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার এনিয়াকের ছয়জন প্রোগ্রামারের একজন ক্যাথলিন (কে) ম্যাকনাল্টি মচলি অ্যানটোনিলি আয়ারল্যান্ডের ডনোগালে জন্মগ্রহণ করেন। এনিয়াকের পর ক্যাথলিন বাইন্যাক ও ইউনিভ্যাক–১ কম্পিউটারের জন্যও প্রোগ্রাম লেখেন।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার মুর স্কুল অব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বেজমেন্টে ডিফারেনশিয়াল অ্যানালাইজার নিয়ে কাজ করছেন (বাঁ থেকে) ক্যাথলিন অ্যানটোনিলি, অ্যালিস স্নাইডার ও সিস স্টাম্প।

১৯৯৭ সালে তিনি ‘উইমেন ইন টেকনোলজি ইন্টারন্যাশনাল হল অব ফেম’ সম্মাননা পান। ২০০৬ সালের ২০ এপ্রিল ক্যাথলিন মারা যান।