বিভিন্ন প্রয়োজনে আমরা অনেকেই নিয়মিত ভিডিও কল করে থাকি। কখনো আবার অফিসের গুরুত্বপূর্ণ বৈঠকও করতে হয় ভিডিও কলের মাধ্যমে। আর তাই ভিডিও কলের সময় আলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অনেক সময় ঘরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলেও চেহারা ভালোভাবে দেখা যায় না। ফলে কেউ ভিডিও কল করলে বেশ বিব্রত হতে হয়। এ সমস্যার সমাধানে ‘স্টুডিও লাইটিং’ নামের নতুন ইফেক্ট যুক্ত করছে ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার ‘গুগল মিট’।
জানা গেছে, স্টুডিও লাইটিং ইফেক্ট চালুর পর গুগল মিটে আলোর উৎস নির্বাচন করলেই পর্দায় থাকা চেহারা স্বয়ংক্রিয়ভাবে আলোকিত হয়ে যাবে। ব্যবহারকারীরা চাইলে ভিডিও কল চলাকালে নিজের চেহারার উজ্জ্বলতা নিজেরাও নিয়ন্ত্রণ করতে পারবেন। পাশাপাশি গুগলের নতুন এআই প্রযুক্তি ভিডিও কলের শব্দের মান আরও উন্নত করবে। এর ফলে গুগল মিটে সাধারণ মাইক্রোফোন দিয়ে কথা বললেও অপর প্রান্তে থাকা ব্যক্তিরা স্পষ্টভাবে শুনতে পারবেন।
গুগলের তথ্যমতে, প্রাথমিকভাবে গুগল ওয়ার্কস্পেস এন্টারপ্রাইজ টুলের ডেস্কটপ সংস্করণের জন্য ইফেক্টগুলো উন্মুক্ত করা হবে। ফলে কম্পিউটারে সহজেই ইফেক্টগুলো ব্যবহার করা যাবে। শিগগিরই মুঠোফোনের জন্যও ইফেক্টগুলো উন্মুক্ত করা হবে।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ ডটকম