ল্যারি এলিসন, ২০১৩
ল্যারি এলিসন, ২০১৩

প্রযুক্তির এই দিনে: ১৭ আগস্ট

আজ ল্যারি এলিসনের জন্মদিন

ওরাকলের সহপ্রতিষ্ঠাতা লরেন্স (ল্যারি) জোসেফ এলিসন নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন।

১৭ আগস্ট ১৯৪৪
ল্যারি এলিসনের জন্ম
মার্কিন কোটিপতি, ব্যবসায়ী ও বিনিয়োগকারী লরেন্স (ল্যারি) জোসেফ এলিসন নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি মার্কিন প্রযুক্তি কোম্পানি ওরাকল করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি ওরাকলের নির্বাহী চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা। এর আগে তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তাও (সিইও) ছিলেন।

ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, ২০১৪
রয়টার্স

গত জুনে ব্লুমবার্গের শত কোটিপতি (বিলিয়নিয়ার) তালিকা অনুসারে ল্যারি এলিসন পৃথিবীর চতুর্থ সম্পদশালী ব্যক্তি। হাওয়াই দ্বীপপুঞ্জের ষষ্ঠ বৃহৎ দ্বীপ লানাইয়ের ৯৮ শতাংশ মালিকানাও রয়েছে তাঁর। ল্যারি এলিসন ইউনিভার্সিটি অব ইলিনয়স, আরবানা-শ্যাম্পেইন এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, কিন্তু কোনো ডিগ্রি নেননি।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে সোয়াক কম্পিউটার, ১৯৫০

১৭ আগস্ট ১৯৫০
যুক্তরাষ্ট্রে সংখ্যাগত বিশ্লেষণের জন্য সোয়াক কম্পিউটার
যুক্তরাষ্ট্রের জাতীয় মান সংস্থা ন্যাশনাল ব্যুরো অব স্ট্যান্ডার্ড তাদের স্ট্যান্ডার্ড ওয়েস্টার্ন অটোমেটিক কম্পিউটার (সোয়াক) লস অ্যাঞ্জেলেসের ইনস্টিটিউট ফর নিউমেরিক্যাল অ্যানালাইসিসের জন্য দিয়ে দেয়। এর সঙ্গী সিয়াক কম্পিউটারের চেয়ে সোয়াক সেই সময় ভিন্নধারার প্রযুক্তিনির্ভর কম্পিউটার ছিল। এটি উইলিয়ামস টিউব (পরিমার্জিত ক্যাথে রে টিউব) ইলেকট্রোস্ট্যাটিক বিটে ২৫৬ শব্দ সংরক্ষণ করতে পারত। একই সঙ্গে এর ম্যাগনেটিক ড্রামে ৪০৯৬ শব্দ রাখা যেত।
মারসেনে প্রাইম নম্বর বের করা, এক্স–রে ক্রিস্টালোগ্রাফি, লিনিয়ার ও ডিফারেন্সিয়াল সমীকরণের সমাধানে খুব কাজের ছিল এই সোয়াক কম্পিউটার। এটি ১৯৬৭ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যবহার করা হয়।

১৭ আগস্ট ১৯৬৬
সফটওয়্যারের প্রথম পেটেন্ট
যুক্তরাজ্যে ১৯৬২ সালের ২১ মে ‘রৈখিক প্রোগ্রামিং সমস্যার কম্পিউটারে তৈরি স্বয়ংক্রিয় সমাধান’ শিরোনামে একটি পেটেন্ট স্বত্বের আবেদন জমা পড়ে। এই উদ্ভাবনটি সরল অ্যালগরিদমে তৈরি কার্যকর মেমোরি ব্যবস্থাপনার একটি উদাহরণ, যা প্রয়োগযোগ্য। এটি আসলে খাঁটি সফটওয়্যার। দীর্ঘ আইনি বিশ্লেষণের পর ১৯৬৬ সালের ১৭ আগস্ট প্রথম কম্পিউটার সফটওয়্যার হিসেবে এটি পেটেন্ট পায়।

রোবটের আদলে অ্যান্ড্রয়েডের লোগো

১৭ আগস্ট ২০০৫
গুগলের অ্যানড্রয়েড অধিগ্রহণ
লিনাক্স কার্নেল এবং উন্মুক্ত প্রোগ্রামিং সংকেতের (ওপেন সোর্স) অন্যান্য সফটওয়্যারের পরিমার্জিত সংস্করণভিত্তিক মোবাইল অপারেটিং সিস্টেম হলো অ্যানড্রয়েড। গুগল এটিকে অধিগ্রহণ করে। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন অপারেটিং সিস্টেম। প্রোগ্রামারদের কনসোর্টিয়াম ওপেন হ্যান্ডসেট অ্যালায়েন্স অ্যানড্রয়েড তৈরি করে। যদিও এর ব্যাপকভাবে ব্যবহৃত সংস্করণ প্রাথমিকভাবে গুগলের তৈরি।  ২০০৭ সালের নভেম্বরে অ্যানড্রয়েড বাজারে ছাড়া হয়। অ্যানড্রয়েড–চালিত প্রথম বাণিজ্যিক যন্ত্র হলো এইচটিসি ড্রিম স্মার্টফোন। যা বাজারে আসে ২০০৮ সালের সেপ্টেম্বরে।

১৮ বছর আগে গুগল অ্যান্ড্রয়েড অধিগ্রহণ করে

বিশ্বের ৭০ শতাংশের বেশি স্মার্টফোন এখন অ্যানড্রয়েডে চলে। ২০১১ সাল থেকে স্মার্টফোনে এবং ২০১৩ সাল থেকে এখন ট্যাবলেটে সবচেয়ে বেশি বিক্রীত অপারেটিং সিস্টেম হলো অ্যানড্রয়েড। ২০২১ সাল পর্যন্ত হিসাবে প্রতি মাসে অ্যানড্রয়েডের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটির বেশি। গত বছরের ১৫ আগস্ট অ্যানড্রয়েড–১৩ সংস্করণ বাজারে এসেছে।