লুনা–১৬
লুনা–১৬

প্রযুক্তির এই দিনে: ২৪ সেপ্টেম্বর

চাঁদের মাটির নমুনা নিয়ে ফিরে আসে প্রথম মানবহীন নভোযান

চাঁদের মাটির নমুনা নিয়ে ফিরে আসে প্রথম মানবহীন নভোযান লুনা–১৬। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লুনা কর্মসূচির অংশ ছিল এটি।

২৪ সেপ্টেম্বর ১৯৭০
চাঁদের মাটির নমুনা নিয়ে ফিরে আসে প্রথম মানবহীন নভোযান লুনা–১৬
তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লুনা কর্মসূচির অংশ ছিল মানবহীন মহাকাশযান লুনা–১৬। ১৯৭০ সালের ১২ সেপ্টেম্বর মানবহীন প্রথম রোবটচালিত নভোযান হিসেবে লুনা–১৬ চাঁদের মাটিতে অবতরণ করে। চাঁদের মাটির নমুনা সংগ্রহ করে ২৪ সেপ্টেম্বর এটি পৃথিবীতে সফলভাবে ফিরে আসে। চাঁদের মাটি নিয়ে ফিরে আসা প্রথম সোভিয়েত অভিযান ছিল এটি। সব দেশের মধ্যে তৃতীয় সফল অভিযান।

হানিওয়েল কম্পিউটার

২৪ সেপ্টেম্বর ১৯৮৬
টিকে থাকতে অংশীদারের খোঁজে কম্পিউটার নির্মাতা হানিওয়েল
কম্পিউটার শিল্পের শুরুর দিকের অভিযাত্রী কম্পিউটার নির্মাতা হানিওয়েল গত শতকের আশির দশকের মাঝামাঝি সময়ে ব্যবসায়িকভাবে ম্রিয়মাণ হতে থাকে। তখন তাদের কম্পিউটার ব্যবসা অব্যাহত রাখতে জাপানি প্রতিষ্ঠান এনইসি ও ফ্রান্সের গ্রুপ বুলের সঙ্গে একীভূত হওয়ার ইচ্ছা পোষণ করে হানিওয়েল। সেই সময়ে কম্পিউটার বাজারের অর্ধেকের বেশি ছিল আইবিএমের দখলে। বিশ্লেষকেরা তখন মনে করেছিলেন হানিওয়েলসহ অন্যান্য কোম্পানি একীভূত হলে কম্পিউটার বাজারে আইবিএমের প্রতিদ্বন্দ্বী তৈরি হতে পারে। তবে হানিওয়েলের উদ্যোগ তেমন সফল হয়নি, ১৯৮৬ সালের প্রথমার্ধে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় ৩৭ শতাংশ কমে যায়।