এসথার ক্রফোর্ড
এসথার ক্রফোর্ড

অফিসের মেঝেতে ঘুমানো চাকরিচ্যুত সেই এক্স কর্মী এখন মেটার পরিচালক

এসথার ক্রফোর্ড ছিলেন এক্সের (সাবেক টুইটার) ব্লু টিক সাবস্ক্রিপশন বিভাগের পণ্য ব্যবস্থাপক। ২০২২ সালের নভেম্বরে কাজ শেষে প্রতিষ্ঠানের সদর দপ্তরের মেঝেতে ঘুমাচ্ছিলেন তিনি। সেই ঘুমের ছবি এক্সে পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়, একটি স্লিপিং ব্যাগের মধ্যে চোখে মাস্ক লাগিয়ে ঘুমাচ্ছেন ক্রফোর্ড। ছবির ক্যাপশনে ক্রফোর্ড লিখেছিলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে মাঝেমধ্যে কর্মস্থলে ঘুমাতে হতে পারে। অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় ছবিটি। পরে ক্রফোর্ডসহ পণ্য ব্যবস্থাপনা বিভাগের সব কর্মীকেই ছাঁটাই করেন এক্সের মালিক ইলন মাস্ক। সেই ক্রফোর্ড সম্প্রতি মেটায় মেসেঞ্জারের পণ্য বিভাগের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন।

এসথার ক্রফোর্ডের মেঝেতে ঘুমানোর ছবি

নতুন কর্মক্ষেত্রে যোগ দেওয়ার পর সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন এসথার ক্রফোর্ড। মেটার মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের লোগোসংবলিত একটি পোস্টারের সামনে দাঁড়িয়ে তোলা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘অনেক সুযোগের মাঝে মেটা ছিল আমার কাছে সব থেকে কাঙ্ক্ষিত জায়গা। কারণ, প্রযুক্তি কীভাবে মানুষকে যুক্ত করে, এটা আমাকে দারুণভাবে ভাবায়। আর এ ক্ষেত্রে মেটা অতুলনীয়।

উল্লেখ্য, ক্রফোর্ডের ছবি পোস্ট করার পর এক্সের কাজের পরিবেশ নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। ফলে অনেকেই তখন এক্সের কাজের চাপ ও কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ২০২০ সালে এক্সে যোগ দেওয়া ক্রফোর্ড ইলন মাস্কের পছন্দের একজন কর্মী ছিলেন।

সূত্র: ইন্ডিয়া টুডে