সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) তৈরি ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ‘বৈঠক’ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। ফলে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলেই সরকারি ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবে। প্ল্যাটফর্মটি ব্যবহারের জন্য প্রতিদিন খরচ হবে ৫০ টাকা।
আজ সোমবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা বিজিডি-ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারির সময়ে সরকারের কার্যক্রম গতিশীল রাখার উদ্দেশ্যে সার্টের নিজস্ব জনবল দিয়ে বৈঠক নামের এই ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম তৈরি করা হয়। নতুন এ সুবিধা চালুর ফলে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্ল্যাটফর্মটির মাধ্যমে অনলাইনে সভা, ক্লাস, সেমিনার ইত্যাদি করতে পারবে। আন্তর্জাতিক ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের মতো অনলাইন বৈঠকের ভিডিও ধারণ, তথ্য উপস্থাপনার পর্দা বিনিময়, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্রিমিংসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে প্ল্যাটফর্মটিতে।
উল্লেখ্য, গুগলের ভিডিও কনফারেন্সিং সেবা জুমের আদলে তৈরি এ প্ল্যাটফর্মের প্রাথমিক উদ্বোধন হয় ২০২১ সালের ২৫ এপ্রিল। https://vc. bcc.gov.bd/ঠিকানায় ক্লিক করে বৈঠক ব্যবহারের জন্য নিবন্ধন করা যাবে।