আকারে ছোট হওয়ায় ইনস্টাগ্রামের ছোট ভিডিও বা রিলস ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়। আর তাই অনেকেই বিভিন্ন বিষয়ে রিলস তৈরি করে নিয়মিত প্রকাশ করেন। ভিডিওগুলো আকর্ষণীয় করতে গান যুক্ত করার পাশাপাশি ভিডিওতে থাকা দৃশ্য বা ঘটনার ভয়েস ওভার বা ধারাবর্ণনা দেন কেউ কেউ। ইনস্টাগ্রামে সহজেই নিজের কণ্ঠে ধারাবর্ণনা যুক্ত করা যায়। রিলস ভিডিওতে ধারাবর্ণনা যুক্তের পদ্ধতি দেখে নেওয়া যাক।
ধারাবর্ণনা যুক্ত করার জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে প্লাস আইকনে ট্যাপ করে যে ভিডিও প্রকাশ করবেন, তা নির্বাচন করতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করে পরের পৃষ্ঠার নিচে থাকা এডিট বাটন নির্বাচনের পর ‘অ্যাড অডিও’ বাটনে প্রেস করতে হবে। এবার ‘ভয়েস ওভার’ বাটনে ক্লিক করে অডিও রেকর্ড করার পর ‘ডান’ বাটনে প্রেস করতে হবে। ভিডিওতে যুক্ত করা ধারাবর্ণনায় ভুল হলে সেটি মুছে ফেলে পুনরায় ধারাবর্ণনা দিয়ে ওপরে ডান দিকে থাকা ‘অ্যারো’ বাটনে ট্যাপ করে ভিডিওটি প্রকাশ করতে হবে।