ফোন থেকে কম্পিউটারে ছবি নেবেন যেভাবে

কম্পিউটার এবং স্মার্টফোন
পিক্সাবে

জায়গা (মেমোরি) খালি করতে বা সংরক্ষণের উদ্দেশে স্মার্টফোন থেকে ছবি কম্পিউটারে নিতে চান। কম্পিউটারে ছবি নেওয়ার সুবিধা হলো আপনি তা ভালোভাবে সম্পাদনা করতে পারবেন এবং বড় পর্দায় দেখার সুযোগ পাবেন। কোনো ধরনের ফি বা শর্ত ছাড়াই বিভিন্নভাবে স্মার্টফোন থেকে কম্পিউটারে ছবি নেওয়া যায়। দেখে নেওয়া যাক—

ইউএসবি কেব্‌লের মাধ্যমে

ইউএসবি কেব্‌লের মাধ্যমে সরাসরি এবং খুব দ্রুত ফাইল বা ছবি স্মার্টফোন থেকে পারসোনাল কম্পিউটারে (পিসি) স্থানান্তর করা যায়। এ জন্য আপনার ইউএসবি কেব্‌ল থাকলে ভালো। তবে ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করলে আপনাকে অ্যানড্রয়েড ফাইল ট্রান্সফার ইনস্টল করে নিতে হবে।

ব্লুটুথের মাধ্যমে

আপনি যদি অল্প কয়েকটি ছবি স্মার্টফোন থেকে পিসিতে নিতে চান, তবে ব্লুটুথই সবেচেয়ে ভালো উপায়। ব্লুটুথে কোনো কেব্‌লের দরকার হয় না এবং কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন, তা–ও কোনো প্রভাব ফেলে না। নির্বিঘ্নে ছবি স্থানান্তর করে। তবে স্থানান্তর প্রক্রিয়া কিছুটা ধীর হয়। তাই ব্লুটুথের মাধ্যমে বেশি ছবি স্থানান্তর না করাই ভালো।

গুগল ফটোজের মাধ্যমে

গুগল ফটোজ ব্যবহার করে খুবই সহজেই স্মার্টফোন থেকে কম্পিউটারে ছবি নেওয়া যায়। ছবি তোলার পর স্বয়ংক্রিয়ভাবে গুগল ফটোজে আপলোড হয়। তাই সহজেই সেখান থেকে ছবি স্থানান্তর করা যায়। তবে এর জন্য আপনার অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

সূত্র: অ্যানড্রয়েড পুলিশ